ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ফিচার

মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৪
মারা গেলেন বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি ছবি : সংগৃহীত

ঢাকা: দিনে প্রায় ২০ হাজার ক্যালরি মানের খাবার খেতেন কেইথ মার্টিন। অবিশ্বাস্য হলেও তার ওজনও ছিল ৪৪৫ কেজি! স্বীকৃতভাবে তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ।



কিন্তু এখন তার সবই অতীত। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে না ফেরা দেশে চলে গেলেন কেইথ। মাত্র ৪৪ বছর বয়সেই সাঙ্গ হলো পৃথিবীর মায়া।  

মৃত্যুর আটমাস আগে গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে তার পাকস্থলীতে সফল অস্ত্রোপচার চালানো হয়। এরপর সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ করেই
নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যান তিনি।

তবে তিনি মারা যান চলতি বছরের মার্চ মাসে। এতদিন পর গণমাধ্যমকে তার মৃত্যুর খবর জানিয়েছেন তার পরিবার।

এ বিষয়ে শোনা যাক কেইথের বোন টিনার মুখেই, গত মার্চে কেইথ আমাদের ছেড়ে চলে যায়। আমরা এখনও শোকাহত এবং সবাই ওর শূন্যতা অনুভব করি।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৪

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।