ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ফিচার

বউ ঘাড়ে নিয়ে দৌড় প্রতিযোগিতা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৪
বউ ঘাড়ে নিয়ে দৌড় প্রতিযোগিতা! ছবি: সংগৃহীত

ঢাকা: আপনি বউকে কতটা ভালোবাসেন? বউ টানার ক্ষমতা রয়েছে তো আপনার? বউটা টানা মানে কিন্তু সংসার করা নয়, বউ ঘাড়ে-পিঠে নিয়ে বহন করার ক্ষমতা!

কি আছে? তাহলে চলে যান ফিনল্যান্ডে। অংশ নিন ‘ওয়াইফ ক্যারিং চ্যাম্পিয়নশিপে’।



অদ্ভুত এ প্রতিযোগিতাটি কিন্তু পুরুষ হিসেবে আপনার বাহাদুরি দেখানোর ভালো সুযোগ! তবে জীবনসঙ্গী যদি হয় বেশি স্বাস্থ্যবান তাহলে কিন্তু খবর আছে আপনার!

এ প্রতিযোগিতার শুরুটা কিন্তু একেবারেই অন্যরকম। ১৮০০ সালের কথা। রসভো রনকাইনেন নামের এক গুণ্ডা বাস করতেন সনকাজারভিতে। তার কাজ ছিলো নারীদের চুরি করে ফিনল্যান্ডের মধ্যদিয়ে ঘাড়ে নিয়ে পালিয়ে যাওয়া। বিশেষ করে গ্রামের নারীদের তিনি ঘাড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যেতেন। ১৯৯২ সাল থেকে এটাই একটি প্রতিযোগিতা হিসেবে দেশটির ঐতিহ্য বহন করছে।

প্রতিযোগিতার রয়েছে বেশকিছু নিয়ম। নিয়মগুলো তৈরি করেছে আন্তর্জাতিক ওয়াইফ ক্যারিং কম্পিটিশন রুলস কমিটি।
 
# এ দৌড়ের ট্র্যাক হবে বালুকাময় ২৫৩ দশমিক ৫ মিটার।

# ট্র্যাকের মধ্যে দুটি শুষ্ক লোহা বা কাঠের প্রতিবন্ধকতা ও একটি পানির প্রতিবন্ধকতা থাকবে যার গভীরতা হবে ১ মিটার।
# যে বউকে আপনি বহন করবেন সেটি হতে হবে আপনার, নতুবা আপনার প্রতিবেশীর এবং বয়স হতে হবে ১৭ বছরের বেশি।

# বউয়ের ওজন হবে ন্যূনতম ৪৯ কেজি। যদি ওজন এর কম হয় তাহলে তার গায়ে এমন কিছু পরা থাকতে হবে যাতে ওজন ৪৯ কেজি হয়।
# যদি দৌড়ানোর সময় বউ পিঠ থেকে পড়ে যায় তাহলে ফের তাকে পিঠে বা ঘাড়ে তুলে তবেই দৌড় শুরু করতে হবে।

# যে জুটি সবচেয়ে কম সময়ে দৌড় শেষ করতে পারবেন তিনি জিতবেন।
# একটি হেলমেট ও একটি বেল্ট ছাড়া প্রতিযোগিরা আর কিছু ব্যবহার করতে পারবেন না।

# ট্র্যাকে তাদের দৌড়াতে হবে দু’বার।
# সবেচেয়ে বিনোদন দেওয়া জুটি, সবচেয়ে ভালো পোশাক ও সবচেয়ে শক্তিশালী জুটি পাবেন বিশেষ পুরস্কার।

রয়েছে একটি গ্রুপ কম্পিটিশনও। এখানে তিনজন পুরুষ পালাক্রমে তাদের স্ত্রীদের বহন করবেন। যিনি তার স্ত্রীকে বহন করবেন তাকে প্রতিযোগিতার প্রতিটি পয়েন্টে এসে অবশ্যই অফিসিয়িল ‘ওয়াইফ ক্যারিং ড্রিংস’ পান করতে হবে। তারপর শুরু হবে দৌড়।

ফিনল্যান্ড ছাড়া অস্ট্রেলিয়া, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, হংকং এবং এস্তোনিয়া এ প্রতিযোগিতায় ৫৫ দশমিক ৫ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।