ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফিচার

কিংবদন্তির মেলবন্ধন-২

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
কিংবদন্তির মেলবন্ধন-২

ঢাকা: মহাত্মা গান্ধী মারা যান ১৯৪৮ সালে। আবার মহাত্মা গান্ধী ১৯৮২ সালে ফিরে আসেন! চোখ মাথায় তোলার দরকার নেই, আসলে তার আত্মজৈবনিক চলচ্চিত্র ‘গান্ধী’ তে।

ছবিতে তার চরিত্রে অভিনয় করেন বেন কিংসলে।

দু’জনই দুই জগতের কিংবদন্তি। একজন বাস্তবে, অন্যজন বড় পর্দায়। কিন্তু দু’জনেই এক হয়ে ফিরে এসেছেন সিনেমায়। একদম অবিকল গান্ধীর মতো দেখতে, বেন যেন তারই জমজ ভাই!

শুধু গান্ধীই নন, জগদ্বিখ্যাত সব কিংবদন্তিরা সিনেমার পর্দায় ফিরে এসেছেন। তাদের চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত সব তারকারা। তারা চরিত্রের সাথে এতটাই মিশে গেছেন যে, প্রত্যেকেই যেন জমজ ভাই।

কথা না বাড়িয়ে বরং দেখে নেওয়া যাক তালিকায় আর কে কে আছেন। দ্বিতীয় পর্বে থাকছে পাশাপাশি ১০ কিংবদন্তির কার্বন কপি!
p_1p_1
‘সেলেনা’ ছবিতে বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব সেলেনা কুইন্টানিলার চরিত্রে আরেক সঙ্গীত তারকা জেনিফার লোপেজ।
p_2
মেরিল স্ট্রিপ ‘আয়রন লেডি’ ছবিতে লৌহমানবী মার্গারেট থ্যাচারের ভূমিকায়।
p_3
‘মিডনাইট ইন প্যারিস’ ছবিতে চিত্রশিল্পী সালভেদর দালির ভূমিকায় অড্রিয়েন ব্রডি।
p_4
‘কুইন’ ছবিতে কুইন এলিজাবেথের এর ভূমিকায় হেলেন মিরেন।  
p_5_
গ্যারি ওল্ডম্যান ও শ্লো ওয়েব ‘সিড অ্যান্ড ন্যান্সি’ ছবিতে দুই সঙ্গীত ব্যক্তিত্ব প্রেমিকজুটি সিড ভিসিয়াস ও ন্যান্সি স্পুনজেনের ভূমিকায়।  
p_6
‘হিচকক’ ছবিতে আলফ্রেড হিচককের ভূমিকায় অ্যান্থনি হপকিন্স।
p_7
সালমা হায়েক ‘ফ্রিদা’ ছবিতে ফ্রিদা কাহলোর ভূমিকায়।
p_8p_8
‘মিল্ক’ ছবিতে মার্কিন রাজনীতিবিদ হার্ভে মিল্কের ভূমিকায় শন পেন।
p_9
‘থিওরি অব এভরিথিং’ ছবিতে স্টিফেন হকিং ও জেন হকিংয়ের ভূমিকায় ‍এডি রেডমাইনে ও ফেলিসিটি জোনস।
p_10
কেট ব্লানচেট ‘আই অ্যাম নট দেয়ার’ ছবিতে সঙ্গীত কিংবদন্তি বব ডিলানের ভূমিকায়।


** কিংবদন্তির মেলবন্ধন-১


বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।