ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৪

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৪

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected]ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

1_1_
পড়ন্ত বেলায় কচুরিপানা ফুলের রূপ... সাইফুল ইসলাম রাব্বির ক্যামেরায় তোলা দৃশ্য।
2_2
কক্সবাজার সমুদ্র সৈকতে ঝাউবন। চট্টগ্রাম সিটি করেজের শিক্ষার্থী মো রিদুয়ানের তোলা ছবি।
3_3
সবুজ চারিধার... যশোরের শার্শা উপজেলার বাগানছড়া থেকে ছবিটি তুলেছেন ফরহাদ হোসেন।
4_4
গাছের কাণ্ডে কাণ্ডে এভাবেই রঙিন সুতো বেঁধে দেওয়া হয়েছে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি মাজারে। ছবি তুলে পাঠিয়েছেন আরাফাত জহুর।
5_5
বান্দরবানের নীলাচল থেকে শেষ বিকেলে ছবিটি তুলেছেন রুবেল গুপ্ত।
6_6
চা পাতা সংগ্রহ করছে চা-শ্রমিকরা। চায়ের দেশ সিলেটের একটি চা বাগান থেকে ছবিটি তুলেছেন মাইদুর রহমান রুবেল।
7_7
আতশবাজি... ছবি তুলেছেন তৌহিদুজ্জামান।
8_8
ঘরবারান্দায় শারদপ্রাতের বেলি। মানুষের জীবন হোক রূপযৌবনা এই ফুলের মতো। সিম্ফনি স্মার্টফোনে আসিফ আজিজের চোখে।
9_9
হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি ছাড়িল কে! উত্তরা থেকে পাখিটির ছবি তুলেছেন মো. সুজন।
10_10
দূর দিগন্ত...  জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে রেললাইনে ছবিটি তুলেছেন শোয়াইব হাসান তনিত।
11_11
আবাদি জমি ভরাট করে আধুনিকায়ন... মুন্সীগঞ্জ জেলা একটি গ্রাম থেকে মুহাম্মদ মাসুম হোসেন তুলেছেন ছবিটি।
12_12
সবুজ মাঠ, নীলাকাশ... ছোট ফেনী নদীর পাশের গ্রামের দৃশ্যটি ধারণ করেছেন মো. তোবারক হোসেন (তরী)।

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪


** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।