ঢাকা: সবাই চায় ছবিতে তাকে সবচেয়ে ভালো দেখাক। এই সবাই বলতে মানুষকেই ধরে নেওয়া হয়।
তবে দিন বদলেছে। পোজ কি শুধু মানুষই দেবে! এখন স্মার্টফোনের যুগ। প্রাণিরাও তাই এখন অনেক বেশি স্মার্ট।
সম্প্রতি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের তোলা বেশকিছু ছবিতে তেমনটাই মনে হলো। বিশ্বের বিভিন্ন অঞ্চল ঘুরে তারা ছবিগুলো তুলেছেন।
ছবি দেখে মনে হবে, পরিবার-পরিজন নিয়ে তারা ছুটি কাটাতে এসেছে। সঙ্গে নিয়ে এসেছে ব্যক্তিগত আলোকচিত্রী। একেবারে সেজেগুজে পোজ দিয়ে ছবিগুলো তোলা।
বরং ছবিতে দেখে নিন তাদের পোজ!

চিতার আছে পাঁচটি ছানা।

ডানার নিচে নির্ভরতা!

তিন জোড়া জ্বলজ্বলে চোখের প্যাঁচামুখ।

বুক ভর্তি ভাল্লুকের মায়া।

এত জনের কথা শুনতে পারব নাতো বাপু!

ফুল নেবে বাবা!

বাবা-মা এমন করে আছে তাই আমিও আছি।

কাঠবেড়ালির সাত রাজার ধন!

আমরাও ছবি তুলব!

মায়ের কোলে আদুরে ছানা।
** ওরাও পোজ দেয়!-১
বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৪