ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৩

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪৩

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

বাঁশ চালি নিয়ে কর্ণফুলি পেপার মিলের উদ্দেশে যাত্রা। রাঙ্গামাটির লেক লংগদু এলাকা থেকে ছবি তুলেছেন দীপেন বড়ুয়া।


মেঘের একপাশে সূর্য, আরেক পাশে উড়োজাহাজ। ছবিটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশ থেকে তুলেছেন সুজন চন্দ্র সরকার।

নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম থেকে ফজলে রেজওয়ান করিমের ক্যামেরায় তোলা দৃশ্য।

প্রজাপতিটির ছবি মেহেরপুরের গাংনী থেকে তুলেছেন মো. জামিরুল ইসলাম।

শিশির ভেজা শীতের সকাল; মাকড়শার জাল ও ধানের চারায় সূর্যের কাঁচা সোনা আলোর লুকোচুরি খেলা। বগুড়ার নন্দীগ্রাম থেকে দৃশ্যটি ধারণ করেছেন সুলতানা রাজিয়া।


মেঘে ঢাকা দরিয়া; গোধূলি লগনে যখন মেঘের পাল আকাশে ভেসে বেড়ায়, তখন আকাশে অন্যরকম এক আলোর বিকিরণ। ছবিটি চট্রগ্রাম শহরের অদূরে আনন্দ-বাজার সৈকত থেকে তুলেছেন ওয়াংড়ু (দিদার)।


মেঘের পাহাড় খ্যাত বান্দরবোনের চিম্বুক পাহাড়। পাহাড়ের খাঁজে খাঁজে মেঘ এসে দোলা দেয় এভাবেই। মেহেদী হাসান সবুজের ক্যামেরায় তোলা দৃশ্য।


বুলবুলি.. নানা বাড়িতে বেড়াতে গিয়ে ভোরবেলা ছবিটি ‍তুলেছে টুকটুক।


শৈশব... মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার রামনগর গ্রাম থেকে হাস্যোজ্জ্বল শিশুদের ছবিটি তুলেছেন রাজীব সূত্রধর।


নাম না জানা ঘাসফুল... কুমিল্লা লাকসাম থেকে ছবিটি পাঠিয়েছেন রিয়াজুল করিম (জিকু)।

ডানাহীন  পাখি... কুমিল্লার  বন্ধ বিমানবন্দরের রানওয়ে থেকে ছবিটি তুলেছেন চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থী জনি।

কোজাগরি পূর্ণিমার চাঁদ... রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থেকে ছবিটি তুলেছেন ওনাইজা রহমান শ্রেয়া।

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।