ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।


বাংলাদেশের নাম না জানা সুন্দর একটি ফল। কুমিল্লা থেকে তোলা ছবিটি ঢাকা থেকে শোভন রেহমানি।

বান্দরবানের মুরং নৃ-গোষ্ঠীর একটি উৎসব। ছবিটি পাঠিয়েছেন যশোরের মেহেদী হাসান সবুজ।

বর্ষায় পানি জমে যায় মুন্সীগঞ্জের বিলগুলোতে। এসময় এক গ্রাম থেকে আরেক গ্রাম অথবা আরেক বাড়িতে যেতে বাহন হয়ে ওঠে নৌকা। বিলে পরিত্যক্ত অবস্থায় একটি নৌকার ছবিটি ঢাকার রকিবুল হাসানের তোলা।

ফিঙে রাজা! ইশরাক ‍আহমেদের পাঠানো ছবি।

সূর্যাস্তের আগে ঘাসফড়িংটি হয়তো খুঁজছে নিরাপদ আশ্রয়। কুমিল্লার বুড়িচং থেকে মুহাম্মদ আনোয়ার হোসেনের তোলা ছবি।

জলযানে দুরন্তপনা... মাওয়ার পদ্মা-নদী থেকে দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন
ঢাকার মো. আরিফুল ইসলাম।

খাবারের খোঁজে...! নীলফামারীর মেহেদী ইকবালের ক্যামেরায়।

নেত্রকোনার ছোট বাজার পূজা মণ্ডপে দুর্গা প্রতিমার ছবিটি ঢাকার এম এ রব হুমার তোলা।

বান্দরবান...যার সৌন্দর্যের কোনো শেষে নেই। সাইফুল ইসলামের চোখে।

কাঞ্চনপুর ব্রিজ থেকে দেখা সূর্যাস্ত। ছবিটি স্মার্টফোনে একরামের তোলা।

ঢাকার অলি-গলি, রাস্তার পাশে বহু মানুষের জায়গা হয় বেওয়ারিশ কুকুরের মতো। ছবিটি মো. পারভেজ আনজুম মুনীরের তোলা।

মেঘলা দিনে ঢাকার রাস্তা। একপাশে জ্যাম থাকলে অন্য পাশের রাস্তার অবস্থা অনেক সময় এমনই হয়। ধানমন্ডি ২৭ নাম্বার রোডে এক বৃষ্টি ভেজা বিকেলে মোহাম্মাদ সাইফুল ইসলামের ক্যামেরায়।

বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।