ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।


ফুটপাত শিশু! ফুটপাতে জন্ম, ফুটপাতেই বেড়ে ওঠা। খেলনার পরিবর্তে ফুটফুটে শিশুটির হাতে সিগারেটের প্যাকেট। নিদারুণ এই দৃশ্যটি ধারণ করেছেন আরেফিন সায়েম।


একদিন বৃষ্টিতে বিকেলে। কার্জন হল থেকে মোবাইল ফোনে ছবিটি তুলেছেন আবুল ফাত্তাহ মো. ইন্তেখাব ভুঁইয়া তিলক।


গোলারঘাট, দিঘলিয়া, খুলনা থেকে ছবিটি তুলেছেন জার্মানি প্রবাসী সাদিউজ্জামান সাদিক।


পাতাকুড়ানি মেয়ে- গাজীপুরের ন্যাশনাল পার্ক থেকে ছবিটি ফ্রেমবন্দি করেছেন জসীম উদ্দীন।


গ্রামের পথ- চট্টগ্রামের ফটিকছড়ি থেকে ছবিটি ক্যামেরায় ধারণ করেছেন মুফতি আইয়ুব।


সুপারি গাছের ডালে টানা গাড়ি- চট্টগ্রামের রাউজান থেকে ছবিটি তুলেছেন শিরিন হায়দার।


সূর্যাস্ত- চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ছবিটি তুলেছেন সুলতান মাহমুদ।
 

জীবন যেখানে যেমন- অভয়মিত্রের ঘাট, কর্ণফুলী নদী থেকে দৃশ্যটি ধারণ করেছেন সাইফুল ইসলাম শিপু।


অদম্য দৃষ্টি, অপরাজেয় পতাকা। কাজী মো. মাসুদ কায়সারের ক্যামেরায়।


এশিয়ার সর্ববৃহৎ বটগাছ। প্রায় ৩শ’ বছর বয়সী গাছটি চার হেক্টর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে। ঝিনাইদহ থেকে ছবিটি তুলেছেন শাহনেওয়াজ খান সুমন।


চন্দনা নদীর তীরে পাংশা আদি মহাশ্মশানের চিতা। বাংলা ১৩৩৬ সালে মহাশ্মশানটি প্রতিষ্ঠা করেন স্বর্গীয় সুকুমার চন্দ্র সাহা। ছবিটি রাজবাড়ি জেলার পাংশা উপজেলা সদর থেকে তুলেছেন জামিল হিজাযী।


যান্ত্রিক নগরীর কপালে সূর্যটিপ। সাভারের হেমায়েতপুর থেকে ছবিটি পাঠিয়েছেন মোহাম্মদ মাহবুব রেজা চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮৪৮  ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।