ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।
নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।
ভরবর্ষায় খয়াছড়া ঝরনা। মীরসরাই চট্টগ্রাম থেকে রিজভী আকরমের তোলা ছবি।
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়। ক্যামেরাবন্দি করেছেন ঢাকার মিননাজ জাহান পাপিয়া।
তেঁতুলিয়া নদীর পাড়ে শিশুদের খেলা। ভোলা থেকে ছোটন সাহার পাঠানো ছবি।
জলকেলি! পাথরটানা একজন তরুণ নদীতে গোসল করছেন। ছবিটি সিলেটের জাফলং থেকে তুলেছেন হাবীব ইমন।
গ্রামবাংলার অতি পরিচিত দৃশ্য। কলসি কাঁখে সোনালি ধান খেত ও সবুজ ফসলী খেতে মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন গাঁয়ের বধূ। ছবিটি পাঠিয়েছেন ঢাকার ফাহমিদা নিপু।
কৃষ্ণচূড়ায় রাঙা রাজপথ। ছবিটি জাতীয় সংসদ ভবনের পিছন থেকে আল ফয়সালুর রাহমান রাজন তুলেছেন।
দূর দিগন্তে সাগর-আকাশ যেখানে মিশেছে সেখানে একজোড় নৌকার মিতালি। সেন্টমার্টিন থেকে তোলা ছবিটি ঢাকার ফিরোজ আহমেদের।
বৃষ্টিভেজা ধানমন্ডি লেক। ঢাকা থেকে মো. সাজেদুল হক তুহিনের পাঠানো।
রাঙামাটি ঘোরার সময় হঠাৎ চোখ গেল একটি গাছের দিকে। দেখি একটি বানর পরম মমতায় আদর করছে তার বাচ্চা দু’টিকে। বাচ্চা দু’টিও খুনসুঁটি করছে তার মায়ের সঙ্গে। ধারণ করেছেন ঢাকার মোর্শেদুর রহমান সুমন।
পাটগ্রাম সরকারি কলেজ মোড়ে গোধূলি লগ্ন। হোসাইন আহমেদ রমি ছবিটি পাঠিয়েছেন লালমনিরহাট থেকে।
ধামরাই, সাভারের ইকবাল আমির সেতুর ছবিটি তুলেছেন মো, সাদ্দাম হোসেন।
কক্সবাজার সৈকতের লাল কাঁকড়ার ছবিটি আনোয়ারের ক্যামেরা ক্লিকে।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে