ঢাকা, মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।


গোধূলি লগ্নে... নারায়ণঞ্জের রূপগঞ্জ থেকে শীতলক্ষ্মা নদীর এ দৃশ্য ধারণ করেছেন সাগর বর্মণ।


পটে আঁকা ছবির মতো সুন্দর গ্রাম... নোয়াখালী থেকে এই নৈসর্গিক দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন মো. সোহরাব হোসেন মাহাদী।


নদী ভাঙ্গনে অসহায় মানুষ... কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে মানুষের হতাশা ও দুর্ভোগের দৃশ্যটি ধারণ করেছেন সাইফুর রহমান।


জানি আলো আসবেই একদিন... আল ফয়সালুর রাহমান রাজনের ক্যামেরায়।


গাছে ভেতর পাখি নয় মানুষের বাড়ি... প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূর আহমেদের নূহাশ পল্লী থেকে ছবিটি তুলেছেন ফিরোজ আহমেদ।


সূর্যাস্তের কালে পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার মোহনায়... চাঁদপুর থেকে ছবিটি তুলেছেন কাদের পলাশ।


মেঘনার বুকে... লক্ষ্মীপুর জেলার মেঘনার ভাঙ্গন কবলিত কমলনগর থেকে ছবিটি তুলেছেন সানা উল্লাহ সানু।


শতবর্ষী তাল গাছ... টাঙ্গাইলের ধনবাড়ীর উপজেলার কেন্দুয়া থেকে ছবিটি তুলেছেন নাজমুল মর্শেদ শিমুল।


মেঘনায় পাল তোলা নৌকা... নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলাধীন মেঘনা নদীর কোল থেকে ছবিটি তুলেছেন অরণ্য সৌরভ।


কক্সবাজারের পেঁচার দ্বীপে জেলেদের ট্রলার সারির এ দৃশ্য ধারণ করেছেন হেলাল উদ্দীন।


পাহাড়ি পল্লী ও জুমচাষ। ছবিটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানের তাজিংডং পাহাড়ের পাদদেশে সেলৌপি পাড়া থেকে তুলেছেন সাইফুল আলম বাবলু।


মাটির হাড়ি। বাগেরহাটের রামপালের বড়দিয়া থেকে ছবিটি তুলেছেন উজ্জ্বল কুমার পল।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।