ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪
বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭

ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।

তবে এই মেইলে [email protected] ফটো পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ক্যাপশন লেখার প্রয়োজনে ছবির বিবরণ থাকা জরুরি।

নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।


নদীর বুকে রক্তঝরা সূর্য। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ছবিটি মুস্তাফা রিফাতিল মুরসালিন পাঠিয়েছেন।


বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ক্যামেরাবন্দি করেছেন ঢাকার মো. মনিরুল ইসলাম।


রাস্তা যেন চাষাবাদের ফসলি জমি! শাহজালাল এয়ারপোর্ট থেকে কাওলা যাওয়ার সড়কটির অবস্থা দীর্ঘদিন এরকম। ছবিটি পাঠিয়েছেন কাওলা থেকে ফিরোজ।


মোবাইল ক্যামেরায় ধারণ করা গ্রাম্য পথ। ক্লিক এ এইচ এম আনিসুজ্জামান।


মায়ের কোলে কুকুরছানা। ঢাকা থেকে মাসুদ সোহেলের ক্যামেরায় তোলা ছবি।


প্যানোরমা ভিউতে কক্সবাজার সাগরজলের সঙ্গে সবুজের মিতালি। কক্সবাজারের কলাতলী থেকে ধারণ করেছেন হেলাল উদ্দীন।


স্কুল মাঠে উচ্ছ্বাসে মাতোয়ারা কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুলের শিশুরা। দলছুটের ছবিটি তুলেছেন এম মিজানুর রহমান সোহেল।


ঢাকা চিড়িয়াখানায় রঙিন পাখার ময়ুরের ছবিটি ফজলে রেজওয়ান করিমের পাঠানো।


দুরন্ত সাঁওতাল শিশু। নওগাঁ থেকে রাসেল আহমেদের ক্যামেরায়।


কচু পাতার পানি- এ যেন জীবনের প্রতিচ্ছবি। ব্রাহ্মণবাড়িয়া থেকে তৌহিদ আহম্মেদের পাঠানো।


কৃষি প্রধান বাংলাদেশের গ্রাম-বাংলার পথে শিশুরা। ছবিটি পাঠিয়েছেন দিনাজপুরের মো. শাহাদৎ হোসেন সাজু।


সুন্দরবনের একটি নদীতে সূর্যাস্ত। আশিস দাস ছবিটি ঢাকা থেকে পাঠিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৪

** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।