ঢাকা: এইডস হলে নিশ্চিত মৃত্যু- কথাটি আর বোধহয় লিখতে হবে না! কারণ নিশ্চিত মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছেন প্রথম কোনো এইচআইভি আক্রান্ত রোগী।
এইডস জয় করা সৌভাগ্যবান এ রোগীর নাম টিমোথি রে ব্রাউন।
তবে তারা ধারণা করছেন, অনুদানে পাওয়া বোন-ম্যারোই এক্ষেত্রে কার্যকরী ভূমিকা রেখেছে। ওই বোন-ম্যারোতে একটি দুর্লভ জেনেটিক মিউটেশন (জিন পরিবর্তন প্রক্রিয়া) লক্ষ্য করা যায়। এই দুর্লভ জেনেটিক মিউটেশনকে তার সেরে ওঠার প্রধান কারণ হিসেবে ধরছেন তারা।

চিকিৎসার পর ডাক্তাররা লক্ষ্য করলেন, লিউকেমিয়া নির্মূলের পাশাপাশি টিমোথির শরীরে এইচআইভির মাত্রাও উল্লেখযোগ্য হারে কমে গেছে। তখনই তারা কোনো সিদ্ধান্ত দেন নি।
তবে সম্প্রতি তার শরীরের বর্তমান অবস্থা পরীক্ষা করে জানিয়েছেন, টিমোথি এখন এইডস তথা এইচআইভি মুক্ত। বলাই বাহুল্য, তিনিই এইডস জয় করা বিশ্বের একমাত্র ব্যক্তি।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪