ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

এইডস জয় করা বিশ্বের প্রথম ব্যক্তি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
এইডস জয় করা বিশ্বের প্রথম ব্যক্তি! ছবি: সংগৃহীত

ঢাকা: এইডস হলে নিশ্চিত মৃত্যু- কথাটি আর বোধহয় লিখতে হবে না! কারণ নিশ্চিত মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছেন প্রথম কোনো এইচআইভি আক্রান্ত রোগী।  

এইডস জয় করা সৌভাগ্যবান এ রোগীর নাম টিমোথি রে ব্রাউন।

জার্মানির টিমোথি ‘বার্লিন পেশেন্ট’ নামে পরিচিত তিনি। তবে তিনি ঠিক কোন প্রক্রিয়ায় সুস্থ হয়ে উঠলেন, এ ব্যাপারে চিকিৎসকরা নিশ্চিত নন।

তবে তারা ধারণা করছেন, অনুদানে পাওয়া বোন-ম্যারোই এক্ষেত্রে কার্যকরী ভূমিকা রেখেছে। ওই বোন-ম্যারোতে একটি দুর্লভ জেনেটিক মিউটেশন (জিন পরিবর্তন প্রক্রিয়া) লক্ষ্য করা যায়। এই দুর্লভ জেনেটিক মিউটেশনকে তার সেরে ওঠার প্রধান কারণ হিসেবে ধরছেন তারা।

জানা যায়, এইডসের পাশাপাশি টিমোথি লিউকোমিয়া (শ্বেতরক্ত কণিকার ক্যান্সার) রোগী ছিলেন। ২০০৭ সালে তিনি লিউকোমিয়ার চিকিৎসা হিসেবে প্রথমে রেডিয়েশন থেরাপি (শক্তিশালী রশ্মির মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস করা) নেন। এরপর নতুন রক্তকণিকা গঠনে বোন-ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (রক্তকণিকা সৃষ্টির চিকিৎসা) করান তিনি। এ সময় এক দাতা তাকে বোন-ম্যারো দান করেন।

চিকিৎসার পর ডাক্তাররা লক্ষ্য করলেন, লিউকেমিয়া নির্ম‍ূলের পাশাপাশি টিমোথির শরীরে এইচআইভির মাত্রাও উল্লেখযোগ্য হারে কমে গেছে। তখনই তারা কোনো সিদ্ধান্ত দেন নি।

তবে সম্প্রতি তার শরীরের বর্তমান অবস্থা পরীক্ষা করে জানিয়েছেন, টিমোথি এখন এইডস তথা এইচআইভি মুক্ত। বলাই বাহুল্য, তিনিই এইডস জয় করা বিশ্বের একমাত্র ব্যক্তি।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।