ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

ফিচার

আইফোন-৬ কিনতে প্রেমিকা ভাড়া!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, সেপ্টেম্বর ১৯, ২০১৪
আইফোন-৬ কিনতে প্রেমিকা ভাড়া! ছবি: সংগৃহীত

ঢাকা: আইফোন-৬ যতই আকর্ষণীয় আর আরাধ্য হোক, তা কি প্রাণপ্রিয় প্রেয়সীর চেয়েও বেশি? কখনো-সখনো এমন অদ্ভুত ঘটনাও ঘটে। প্রেমিকা ভাড়া দিয়ে নিজের দীনতা ঘুঁচিয়ে প্রযুক্তিতে আপডেটেড থাকতে চান কেউ কেউ!

শুনতে খারাপ শোনালেও, চীনের সাংহাইয়ের এক ব্যক্তি ঠিক এই কাণ্ডই ঘটিয়েছেন! আইফোন-৬ কেনার জন্য নিজের প্রেমিকাকে ভাড়া দিতে চান তিনি।

 

সম্প্রতি সোংজিয়াং ইউনিভার্সিটির সামনে প্ল্যাকার্ড হাতে দেখা যায় তাকে। প্ল্যাকার্ডে ঘণ্টা, দিন বা মাস চুক্তিতে তার প্রেমিকাকে ভাড়া দেওয়ার কথা ছিল।

‘হাত খরচের জন্য প্রেমিকা ভাড়া’ শিরোনামের প্ল্যাকার্ডে ঘণ্টা প্রতি বাংলাদেশি টাকায় ১৩০ টাকা, দিন প্রতি ৬‍৫০ টাকা এবং মাস প্রতি ছয় হাজার ৫০০ টাকা প্রেমিকাভাড়া লেখা ছিল। নিচে তার স্বাক্ষর।   

আগ্রহীদের তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার কথাও বলেছেন তিনি।

এছাড়াও, তিনি প্ল্যাকার্ডে তার প্রেমিকার নাম (জিয়াও আই), ছবি, উচ্চতা, ওজনসহ নানা তথ্য উল্লেখ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।