ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ফিচার

আকাশের বুকে ‘জলস্তম্ভ’

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪
আকাশের বুকে ‘জলস্তম্ভ’

ঢাকা: আকাশের রহস্য মানুষের কাছে আজও অধরাই থেকে গেল! সৃষ্টির আদি থেকেই এ সুনীল শূন্যতা উপহার দিয়ে চলেছে অপার বিস্ময়।

সম্প্রতি আকাশে দেখা গেল দুর্লভ এক জলস্তম্ভ।

লিভারপুলের মার্সে নদীর উপর দেখা যায় অবিশ্বাস্য এই সৃষ্টি। দূর থেকে দেখে মনে হবে, সত্যি যেনো আকাশে একটি পিলার উঠে গেছে।

‘জলস্তম্ভ’ হচ্ছে জল দিয়ে মোড়ানো বাতাসের তৈরি পিলার। টর্নেডোর ফলে এটি সৃষ্টি হয়।   

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একে বিশেষায়িত করেছে, ‘ন্যাচরাল ফেনমেনন’ কিংবা ‘হিউজ টুইস্টার’ বলে। আর সত্যিই তাই।

কদাচিৎ এ ধরনের প্রাকৃতিক বিস্ময়ের দেখা মেলে। আর সেই অপার বিস্ময়কে ফ্রেমবন্দি করতে পারাটাও ভাগ্যের ব্যাপার।     

আর বিস্ময়কর এ দ‍ৃশ্যটি যিনি ফ্রেমবন্দি করেছেন সেই সৌভাগ্যবান ব্যক্তিটির নাম ফিল কিটিং। তিনি মার্সে নদীর কাছেই একটি ওয়াইন্ড ফার্মে কাজ করেন।

ফিল বলেন, এটি একটি দুর্লভ প্রাকৃতিক বিস্ময়। সমুদ্রে ঘুর্ণিপাকের ফলে জলের এ স্তম্ভটি তৈরি হয়েছে। এটা বেশ নাটকীয়।
স্থানীয় অধিবাসীরা মজা করে বলছেন, ইতালির ‘খ্যাপাটে’ স্ট্রাইকার মারিও বালোতেল্লি লিভারপুল ফুটবল ক্লাবে যোগ দেওয়ায় এমন আকাশে এমন অদ্ভুত দৃশ্য দেখা গেল।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।