ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

ফিচার

তাবু যখন চাঁদের মতো

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৬, আগস্ট ২৩, ২০১৪
তাবু যখন চাঁদের মতো

ঢাকা: নতুন কিছু উদ্ভাবনে মানুষের জুড়ি নেই। প্রতিনিয়ত নতুন কিছু উদ্ভাবন করে পৃথিবীবাসীকে দেখাতে প্রস্তুত থাকেন অনেকে।

তেমনি ভিন্নরকম তাবু তৈরি করলেন এক কিশোর।
natural_1
তাবুটি দেখতে পুরো চাঁদের মতো। মাটি থেকে তিন মিটার উপরে তাবুটিকে ঝোলাতে রুফুস মার্টিন নামের এ কিশোর বিশেষ কপিকল ব্যবহার করেছেন। মূলত তাবুটি ঝুলন্ত থাকে বলে একে চাঁদের মতো দেখা যায়।   

১৯ বছর বয়সী মার্টিন বলেন, যখন আমি তাবুটি বানিয়ে আলোকসজ্জা করে গাছে ঝুলিয়ে দেই তখন এটিকে পুরো চাঁদের মতো লাগছিলো।
natural_2
তিনি আরও বলেন, তাবু তৈরির ধারণা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। একদিন দেখি আমার মা একটি পেঁয়াজ উপরের দিকে মেরে লুফে নিচ্ছেন। তখনি আমার মাথায় এ বুদ্ধি আসে।  
natural_3
এটি তৈরি করা হয়েছে টেকসই সামুদ্রিক ক্যানভাস দিয়ে। সহজে এটি গুটিয়ে নিয়ে গাড়িতে বহন করা যাবে। দু’জন মানুষ আরামে থাকতে পারবেন এর ভিতরে।
ঝোলানোর পর তাবুটিকে ছোট একটি চেইনের সাহায্যে সহজেই উপরে ওঠানো যাবে।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।