ঢাকা: উন্নত প্রকৌশল জ্ঞানের প্রয়োগ আর উন্নত প্রযুক্তির কল্যাণে আরোহীদের জন্য যানবাহন এখন অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক। এছাড়া রাস্তা নির্মাণের সময়ও খেয়াল রাখা হয় চালক ও অারোহীদের সুবিধার কথা।
কিন্তু পৃথিবীতে এমন অনেক সড়ক আছে যেখানে গাড়ি চালানো প্রতিকূলতা, বিপদসঙ্কুলতার কারণে চালকদের জন্য অনেকটা দুঃস্বপ্নের মতই।
শুধু পরীক্ষা দিয়ে লাইসেন্স প্রাপ্তিই এসব রাস্তায় গাড়ি চালনার জন্য যথেষ্ট নয়। এসব সড়ক পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে প্রয়োজন হয় চালকদের ব্যক্তিগত নৈপুণ্য।
যান চলাচলের জন্য ভয়ঙ্কর বিশ্বের এ রকম দশটি সড়ক সচিত্র তুলে ধরা হলো বাংলানিউজের পাঠকদের জন্য।