ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ফিচার

ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-২

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২০, আগস্ট ৯, ২০১৪
ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-২

ঢাকা: ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ। তখন পর্যন্ত এটিই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ও বড় যুদ্ধ।



১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রানৎস ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত হন।

অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দুই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে এ যুদ্ধে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।

প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া। যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি ও আমেরিকা। যাদের বলা হতো মিত্রশক্তি।

সম্প্রতি পূর্ণ হলো প্রথম বিশ্বযুদ্ধের একশো বছর। সে যুদ্ধের গুরুত্বপূর্ণ সব ছবি নিয়ে বাংলানিউজের পাঠকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। এর দ্বিতীয় পর্বে আজ থাছে ১০টি ছবি।
f_1
জার্মান বাহিনীর আগ্রাসনে ব্রাসেলসের পথে শরণার্থীরা। সময়কাল আগস্ট, ১৯১৪।
f_2
অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যে রাশিয়ান বাহিনীর অগ্রসরে চোখ রাখছেন স্কাউটসরা। সময়কাল আগস্ট, ১৯১৪।
f_3
বেলজিয়ামের অ্যান্টার্প রাজ্যের ম্যালিনেস শহরে জার্মান সেনার আগমনে অবস্থানের প্রস্তুতি নিচ্ছেন বেলজিয়াম বাহিনী। সময়কাল আগস্ট, ১৯১৪।
f_4
অডারঘেম যুদ্ধে পরিখায় অবস্থান নিয়েছেন বেলজিয়ান বাহিনী। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৪।
5_bg
অডারঘেম যুদ্ধে আহতে এক বেলজিয়ান সেনাকে পানীয় দিচ্ছেন এক ইংলিশ সংবাদপত্রের করেসপন্ডেন্ট। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৪।
f_6
আহত বেলজিয়ান সেনাদের সেবা দিতে লন্ডন হাসপাতালের উদ্দেশ্যে নার্সরা লন্ডনের চ্যারিং ক্রস স্টেশন ছাড়ছেন। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৪।
f_7
চেক রিপাবলিকের রোভনায় জেনারেল হাসপাতালের বাইরে রোগীসহ নার্সরা। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৪।
f_8
ফ্রান্সের মার্সেইলেস রেস্ট ক্যাম্পে মার্চ করছেন ভারতীয় সেনারা। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৪।
f_9
রাশিয়ান বাহিনীর হাতে আটক জার্মান সেনা। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৪।
f_10
গোপন অবস্থান থেকে বেলজিয়ান কামানের ফায়ারিং। সময়কাল অক্টোবর, ১৯১৪।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।