ঢাকা: ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ। তখন পর্যন্ত এটিই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ও বড় যুদ্ধ।
১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রানৎস ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত হন।
অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দুই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে এ যুদ্ধে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।
প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া। যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি ও আমেরিকা। যাদের বলা হতো মিত্রশক্তি।
সম্প্রতি পূর্ণ হলো প্রথম বিশ্বযুদ্ধের একশো বছর। সে যুদ্ধের গুরুত্বপূর্ণ সব ছবি নিয়ে বাংলানিউজের পাঠকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। এর দ্বিতীয় পর্বে আজ থাছে ১০টি ছবি।

জার্মান বাহিনীর আগ্রাসনে ব্রাসেলসের পথে শরণার্থীরা। সময়কাল আগস্ট, ১৯১৪।

অস্ট্রো-হাঙ্গেরিয়ান সাম্রাজ্যে রাশিয়ান বাহিনীর অগ্রসরে চোখ রাখছেন স্কাউটসরা। সময়কাল আগস্ট, ১৯১৪।

বেলজিয়ামের অ্যান্টার্প রাজ্যের ম্যালিনেস শহরে জার্মান সেনার আগমনে অবস্থানের প্রস্তুতি নিচ্ছেন বেলজিয়াম বাহিনী। সময়কাল আগস্ট, ১৯১৪।

অডারঘেম যুদ্ধে পরিখায় অবস্থান নিয়েছেন বেলজিয়ান বাহিনী। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৪।

অডারঘেম যুদ্ধে আহতে এক বেলজিয়ান সেনাকে পানীয় দিচ্ছেন এক ইংলিশ সংবাদপত্রের করেসপন্ডেন্ট। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৪।

আহত বেলজিয়ান সেনাদের সেবা দিতে লন্ডন হাসপাতালের উদ্দেশ্যে নার্সরা লন্ডনের চ্যারিং ক্রস স্টেশন ছাড়ছেন। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৪।

চেক রিপাবলিকের রোভনায় জেনারেল হাসপাতালের বাইরে রোগীসহ নার্সরা। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৪।

ফ্রান্সের মার্সেইলেস রেস্ট ক্যাম্পে মার্চ করছেন ভারতীয় সেনারা। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৪।

রাশিয়ান বাহিনীর হাতে আটক জার্মান সেনা। সময়কাল সেপ্টেম্বর, ১৯১৪।

গোপন অবস্থান থেকে বেলজিয়ান কামানের ফায়ারিং। সময়কাল অক্টোবর, ১৯১৪।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৪