ঢাকা: দুয়ারে বিদায়ী বরষা। জলবালিকারা ভেলায় চেপে উড়ে চলেছে পুব-পশ্চিমে।

দূরে নীলাকাশের হাতছানি। পেঁজাতুলা মেঘের কালো হালকা ধূসর আভা দেখে যেন বলছে, ‘কই গো প্রকৃতি রানী,/ দেখি দেখি মুখখানি/কেন গো বিষাদছায়া রয়েছে অধর ছুঁয়ে/মুখখানি মলিন কেন গো?

মেঘে মেঘে আগমনী বার্তা শরতের। বর্ষার অঞ্জলিমাখা সবুজ বৃক্ষশাখের উপর দিয়ে মনে হয়, ‘শরৎ তোমার শিশির-ধোওয়া কুন্তলে/ বনের-পথে লুটিয়ে-পড়া অঞ্চলে...’

বর্ষাদিনের রোদমাখা শেষ বিকেলে অনাহুত শারদমালার ওড়াউড়ি দেখে মন গুনগুনিয়ে গেয়ে ওঠে ‘নীলাকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা...লুকোচুরি খেলা..
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪