ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

ফিচার

কান দিয়ে কথা বলে ঘোড়া!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৬, আগস্ট ৭, ২০১৪
কান দিয়ে কথা বলে ঘোড়া!

ঢাকা: বিশ্বস্ত ও প্রভুভক্ত প্রাণীর তালিকা করলে কুকুরের পরেই যে প্রাণিটির নাম আসে তা হলো ঘোড়া। আধুনিকায়নের ফলে ঘোড়ার প্রয়োজনীয়তা কমে এলেও এখনও কমে নি তাদের জনপ্রিয়তা।



আভিজাত্যের পাশাপাশি ভালোবেসে এখনও অনেকে বাড়িতে ঘোড়া রাখেন।

সুপরিচিত বিড়াল, কুকুর, গরু, ছাগলসহ অনেক প্রাণীই তাদের ভাষায় মনের ভাব প্রকাশ করে। ঘোড়া দাঁড়িয়ে ঘুমাতে পারে এটা অনেকেই জানেন। কিন্তু জানেন কি, কীভাবে মনের ভাব প্রকাশ করে?

এক গবেষণায় দেখা গেছে, মানুষের মতো ঘোড়াও ইশারায় কথা বলে। তবে মজার বিষয় ইশারায় কথা বলতে এরা চোখ ও মুখ ব্যবহার করলেও অধিকাংশ সময় ওদের কথা হয় কানের সাহায্যে!

ঘোড়া যখন কোনো বিষয়ে আগ্রহী হয় তখন তারা প্রথমে কান খাড়া করে এবং কানের সাহায্যেই পাশে থাকা সঙ্গীর দৃষ্টি আকর্ষণ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ঘোড়ার কান বন্ধ করে দিলে পাশের ঘোড়াকে অনেক কষ্ট করতে হয় এটা জানতে যে তার সঙ্গী কী ভাবছে।

সাধারণত ঘোড়ার কান খুবই নমনীয় হয়। এরা কান ঘুরাতে, খাঁড়া করতে এমনকী সামনে-পিছনেও নিতে পারে। যখন এরা কান ভাঁজ করে নিচে নামিয়ে ফেলে তখন বুঝতে হবে ঘোড়াটি এখন বিশ্রাম নেবে। আবার পিছন দিকে নিলেই বুঝতে হবে তারা প্রচণ্ড রাগ প্রকাশ করছে।

এই প্রাণীর এক অদ্ভুত ক্ষমতা রয়েছে একে অন্যকে ইশারার মধ্যদিয়ে বোঝার। যে কারণে ঘোড়ার কান কোনো কিছু দিয়ে ঢেকে দিলে তারা অসহায় হয়ে পড়ে।
সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষক জেনিফার ওয়াটহানের (সিওআরআর) গবেষণায় সম্প্রতি এ তথ্য উঠে এসেছে।

তাদের কথা বলার বিষয়টি উপরের ছবিটি দেখলেই অনেকটা পরিষ্কার হয়ে যায়। কানের মতো যখন ঘোড়ার চোখ ঢেকে দেওয়া হয়, বিশেষত গাড়ি টানার সময় তখনও তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পিএইচডির শিক্ষার্থী জেনিফার বলেন, আমাদের প্রাথমিক গবেষণায় দেখা গেছে, ঘোড়া তার কান ব্যবহার করে একে অন্যের সঙ্গে যোগাযোগ করার ক্ষেত্রে। ইশারায় যোগাযোগ করার বিষয়ে মানুষের সঙ্গে মিল থাকলেও পার্থক্য এট‍ুকু মানুষ ইশারায় তার কান ব্যবহার করতে পারে না।

কানের অবস্থানের পার্থক্যের সঙ্গে সঙ্গে ওদের বক্তব্যও পাল্টে যায়। যদিও এদের কান খুবই নমনীয়। তবে তারা কেবল সামনে-পেছন এবং উপরে-নিচে নামাতে পারে। সে তুলনায় বিড়াল ও কুকুর অনেক বেশি নড়াতে পারে।

কান নড়ানোর মধ্যদিয়ে তাদের ভাষার যে প্রকাশ তা বুঝতে পারলে ঘোড়ার চিকিৎসা ও রক্ষাসহ অনেক কল্যাণ করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।