ঢাকা: আধুনিক বিশ্বে গণমাধ্যমে বিশেষ করে টেলিভিশনে সরাসরি ঘটনা দুর্ঘটনার দৃশ্যই দেখতে পছন্দ করেন পাঠকরা। কেউ-ই আর পরের দিন কাগুজে পত্রিকায় বাসি খবর পড়তে চান না।
আর খবর সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকরা ছুটে চলেন এ প্রান্ত থেকে ও প্রান্তে। এখন বড়দের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকতায় পিছিয়ে নেই ছোটরাও। তাই বলে কী পাঁচ বছরেই লাইভ সম্প্রচারে!
হ্যাঁ, সবাইকে তাক লাগিয়ে বিস্ময় সৃষ্টি করেছে পাঁচ বছরের শিশু নোহ রিটার। যুক্তরাষ্ট্রের হোন্সডেলে ওয়াইনি কাউন্টি ফেয়ারে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই লাইভ সম্প্রচারে অংশ নিয়েছে সে।

ডব্লিউনিপ-টিভি তে সম্প্রচারের সময় তার ভাবনার কথা জানতে চাওয়া হয়েছিল। এসময় তার প্রতিক্রিয়াও ছিল বেশ বুদ্ধিদীপ্ত।
মাইক্রোফোন হাতে সে বলেছিল,‘এটা ছিল অসাধারণ... এবং এর আগে কখনও তা টেলিভিশনে হয়নি। ’
সে জানায়,‘সাধারণত আমি সংবাদ দেখি না কারণ শিশু হওয়ায় আমার দাদা শুধু পাওয়ার বল দেখতেই রিমোর্ট দেন। ’
এবিসি নিউজকে নোহ রিটার বলে, আমার জীবনের সব কিছু বলায় কিছুটা বিব্রত ছিলাম।
ভিডিও লিংক
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪