ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ফিচার

ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-১

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৬, আগস্ট ৬, ২০১৪
ছবিতে প্রথম বিশ্বযুদ্ধ-১ ছবি: সংগৃহীত

ঢাকা: ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ। তখন পর্যন্ত এটিই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ও বড় যুদ্ধ।



১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রানৎস ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত হন।

অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দুই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে এ যুদ্ধে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।

প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া। যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি ও আমেরিকা। যাদের বলা হতো মিত্রশক্তি।

সম্প্রতি পূর্ণ হলো প্রথম বিশ্বযুদ্ধের একশো বছর। সে যুদ্ধের গুরুত্বপূর্ণ সব ছবি নিয়ে বাংলানিউজের পাঠকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। এর প্রথম পর্বে আজ থাছে ১০টি ছবি।
f_1_
রাজা জর্জ (পঞ্চম) ১৯১৩ সালে জার্মানির বার্লিন ভ্রমণকালে তার আত্মীয় কাইজার উইলহেম’র (দ্বিতীয়) সঙ্গে। সেখানে তারা জার্মান ফার্স্ট ড্রাগন গার্ড-এর সঙ্গে দেখা করেন।
f_2
১৯১৩ সালের অক্টোবরে উইনস্টন চার্চিল (এর কিছুদিন বাদেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হন) কাইজার উইলহেম’র (দ্বিতীয়) ও এক জার্মান কর্মকর্তার সঙ্গে।
f_3
১৯১৪ সালে স্বেচ্ছাসেবীরা দলে দলে সেনাদলে যোগ দিচ্ছেন।
f_4
১৯১৪ সালের জুলাই মাসে লর্ডসের একটি ক্রিকেট ম্যাচ। মাঠে মেইন স্ট্যান্ডের সামনে।
f_5
১৯১৪ সালে যুদ্ধে যোগদানের জন্য নিয়োগ চলছে।
f_6
১৯১৪ সালে ইংল্যান্ডের টাইন নদীতে পুড়ছে একটি প্রশিক্ষণ জাহাজ।
f_7
১৯১৪ সালের সেপ্টেম্বর মাসে যুদ্ধে যোগ দিতে নাম তালিকাভুক্ত করছেন আগ্রহীরা।
f_8_
যুদ্ধ শুরু হয়ে গেছে। সব হারিয়ে অবশিষ্ট সম্পদ নিয়ে রাস্তার ধারে বসে কাঁদছেন এক নারী। সময়কাল আগস্ট, ১৯১৪।
f_9
রাশিয়ার নেতা জার নিকোলাস (দ্বিতীয়) পেরিস্কোপে শত্রুর অবস্থান পর্যবেক্ষণ করছেন। সময়কাল আগস্ট, ১৯১৪।
f_10
অস্ট্রো-হাঙ্গেরিয়ান বাহিনীর বিরুদ্ধে রাশিয়ান সৈন্যদের অবস্থান। সময়কাল আগস্ট ১৯১৪।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।