ঢাকা: ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয় প্রথম বিশ্বযুদ্ধ। তখন পর্যন্ত এটিই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ও বড় যুদ্ধ।
১৯১৪ সালের ২৮ জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রানৎস ফার্ডিনান্ড এক সার্বিয়াবাসীর গুলিতে নিহত হন।
অস্ট্রিয়া এ হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে এবং ওই বছরের ২৮ জুন সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। দুই দেশের বন্ধু রাষ্ট্রগুলো ধীরে ধীরে জড়িয়ে পড়ে এ যুদ্ধে। এভাবে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।
প্রথম বিশ্বযুদ্ধে একপক্ষে ছিল অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া। যাদের বলা হতো কেন্দ্রীয় শক্তি। অপরপক্ষে ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি ও আমেরিকা। যাদের বলা হতো মিত্রশক্তি।
সম্প্রতি পূর্ণ হলো প্রথম বিশ্বযুদ্ধের একশো বছর। সে যুদ্ধের গুরুত্বপূর্ণ সব ছবি নিয়ে বাংলানিউজের পাঠকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। এর প্রথম পর্বে আজ থাছে ১০টি ছবি।

রাজা জর্জ (পঞ্চম) ১৯১৩ সালে জার্মানির বার্লিন ভ্রমণকালে তার আত্মীয় কাইজার উইলহেম’র (দ্বিতীয়) সঙ্গে। সেখানে তারা জার্মান ফার্স্ট ড্রাগন গার্ড-এর সঙ্গে দেখা করেন।

১৯১৩ সালের অক্টোবরে উইনস্টন চার্চিল (এর কিছুদিন বাদেই ব্রিটেনের প্রধানমন্ত্রী হন) কাইজার উইলহেম’র (দ্বিতীয়) ও এক জার্মান কর্মকর্তার সঙ্গে।

১৯১৪ সালে স্বেচ্ছাসেবীরা দলে দলে সেনাদলে যোগ দিচ্ছেন।

১৯১৪ সালের জুলাই মাসে লর্ডসের একটি ক্রিকেট ম্যাচ। মাঠে মেইন স্ট্যান্ডের সামনে।

১৯১৪ সালে যুদ্ধে যোগদানের জন্য নিয়োগ চলছে।

১৯১৪ সালে ইংল্যান্ডের টাইন নদীতে পুড়ছে একটি প্রশিক্ষণ জাহাজ।

১৯১৪ সালের সেপ্টেম্বর মাসে যুদ্ধে যোগ দিতে নাম তালিকাভুক্ত করছেন আগ্রহীরা।

যুদ্ধ শুরু হয়ে গেছে। সব হারিয়ে অবশিষ্ট সম্পদ নিয়ে রাস্তার ধারে বসে কাঁদছেন এক নারী। সময়কাল আগস্ট, ১৯১৪।

রাশিয়ার নেতা জার নিকোলাস (দ্বিতীয়) পেরিস্কোপে শত্রুর অবস্থান পর্যবেক্ষণ করছেন। সময়কাল আগস্ট, ১৯১৪।

অস্ট্রো-হাঙ্গেরিয়ান বাহিনীর বিরুদ্ধে রাশিয়ান সৈন্যদের অবস্থান। সময়কাল আগস্ট ১৯১৪।
বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪