ঢাকা: তাদের বলা হয় দেবশিশু। বলা হয়ে থাকে, স্বর্গের অল্প যে কয়েকটি নমুনা মর্ত্যলোকে আছে, তার মধ্যে একটি হলো- শিশুদের ঘুম।

দারুণ এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি হয় তারা যখন পরম শান্তিতে ঘুমায়। বস্তুতই যেন স্বর্গ নেমে আসে মাটিতে।
লন্ডনের আলোকচিত্রী স্যান্ডি ফোর্ড (৩৫) কয়েকদিন বয়সী বাচ্চাদের ঘুমানোর নানা ভঙ্গি ফ্রেমবন্দি করেছেন। এক একটি অসাধারণ ছবিতে ধরা পড়েছে তাদের পরম মায়াময় ঘুম।
এই চমৎকার কাজ নিয়ে স্যান্ডির বক্তব্য, শিশুরা খুবই পবিত্র আর সুন্দর। তারা হলো জীবনের পরম আনন্দ। ছবিগুলো তোলা আমার লক্ষ্য ছিল।
বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৪