ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ফিচার

বদলে যাচ্ছে ময়মনসিংহ

এম.আব্দুল্লাহ আল মামুন খান,স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৪, আগস্ট ৪, ২০১৪
বদলে যাচ্ছে ময়মনসিংহ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: আধুনিকতার ছোঁয়ায় সৌন্দর্য বর্ধনের মাধ্যমে বদলে যাচ্ছে সংস্কৃতির নগরী ময়মনসিংহ।

নতুন ও নান্দনিক শ্রীবৃদ্ধির মাধ্যমে সুন্দর শহর হিসেবে বিকশিত হচ্ছে উপমহাদেশের প্রাচীনতম এ শহর।



ইতিহাস, ঐতিহ্য আর ঐশ্বর্যে মাখা ময়মনসিংহ শহরটি যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বহুকাল ধরে।

মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে এ শহরের আধুনিকতা ছিল সময়ের দাবি। দীর্ঘদিনের অপরিকল্পিত উন্নয়ন বস্তুত শহরটিকে অনুন্নত করে রেখেছিল।

এক্ষেত্রে পরিবর্তনের লক্ষ্যে সৌন্দর্যায়নের উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ পৌরসভা। এরপরেই ব্রহ্মপুত্র নদের উপকন্ঠে ময়মনসিংহ শহরের উন্নয়ন শুরু হয়েছে বিস্তৃত পরিসরে।

সাম্প্রতিক বছরগুলোতে শহরের প্রধান সড়কের আশে পাশে এবং অলিতে-গলিতে গড়ে উঠেছে হাইরেজ বিল্ডিং। প্রসার ঘটেছে বিভিন্ন ব্যবসা-বাণিজ্যেরও ।

আগে থেকেই জমিদারি আমলের স্থাপনা আর পরিকল্পনার মধ্যে ময়মনসিংহ শহর যুগ যুগ ধরে আবাসিক শহর হিসেবে জনপ্রিয় ছিল। মূলত বসবাসের উপযোগী এ শহরটিতে দীর্ঘদিনের অনুন্নয়নই সমৃদ্ধির  পথে বাঁধা দিয়েছে।

দেশের আশেপাশের শহরগুলোর তুলনায় ময়মনসিংহ অনুন্নয়নে আবদ্ধ থেকেছে দিনের পর দিন। নেতৃত্বের দূরদর্শিতার কারণে উন্নয়ন এখানে দৃশ্যমান পরিবর্তন আনতে পারেনি।

এমন বাস্তবতায় ময়মনসিংহ পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা মো.ইকরামুল হক টিটু নতুন শহর সুন্দর করে গড়ার প্রত্যয় নিয়ে কাজ শুরু করেন।

গত পৌরসভা নির্বাচনে মেয়র টিটু তার নির্বাচনী ইশতেহারে রূপকল্প’২০২৫ তুলে ধরেন। তিলোত্তমা ময়মনসিংহের ভিশন নিয়ে তিনি জনগণের কাছে স্বপ্নের শহর গড়ার অঙ্গীকার করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যমান সঙ্কট এবং সমস্যার বেড়াজাল থেকে শহরটিকে মুক্ত করতে মেয়র টিটু হাতে নেন সংস্কার প্রকল্প।

প্রথম পদক্ষেপ হিসেবে গ্রিন অ্যান্ড ক্লিনের মাধ্যমে পরিচ্ছন্ন সবুজ শহর গড়তে মেয়র গুরুত্বারোপ করেন। অপরিচ্ছন্ন শহরের বদনাম থেকে শহরটিকে বের করে আনার উদ্যোগ ফলপ্রসূ হয়ে বর্জ্য ব্যবস্থাপনায় শহরটি দেশের মডেল শহরে পরিণত হয়।

২০১৩ সালের শুরুর দিকেই মেয়র টিটুর উদ্যোগে শহরটিকে নতুন রূপ দিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় ।

ময়মনসিংহ মূলত শিক্ষা নগরী। ময়মনসিংহের কৃষ্টি, সভ্যতা, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিভিন্ন ম্যুরালে বা ভাস্কর্যের মাধ্যমে প্রতিস্থাপন করাই হচ্ছে মূল উদ্যোগ।

পরিকল্পনাবিদদের মতে, একটি শহর কতোটা আধুনিক, তা প্রকাশ পায় তার শৈল্পিক উপস্থাপনায়। ময়মনসিংহ শহর সেই অর্থে আধুনিক মাত্রায় প্রবেশ করেছে।

গাঙ্গিনার পাড় মোড়ের শাপলা স্কয়ার, নতুন বাজার মোড়ের পায়রা চত্ত্বর, টাউন হল মোড়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্কয়ার, পাটগুদাম র‌্যালির মোড়ের বিজয়’৭১, পৌরসভা সংলগ্ন প্রথম শহীদ মিনারের স্থলে আধুনিক ভাস্কর্য, ঐতিহ্যবাহী ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাত্র কয়েক গজ দূরে শহরের পুরাতন ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার শেকড় স্থাপন করা হয়েছে। নতুন আদলে সাবেক সাহেব কোয়ার্টার পার্ক এখন জয়নুল উদ্যান। আধুনিকতার মিশেলে বিপিন পার্কও আধুনিকায়ন সৌন্দর্য্য বর্ধনের দৃষ্টান্ত।

বদলে যাওয়া ময়মনসিংহে নাগরিক সমাজের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটছে বলে মন্তব্য করেন জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন কালাম।

তিনি বলেন, মেয়র টিটু ময়মনসিংহের ঐতিহ্যকে নতুন তাৎপর্যের মাধ্যমে উপস্থাপন করছেন। সৌন্দর্যায়নের মাধ্যমে তাই দিন দিন বদলে যাচ্ছে ময়মনসিংহ।  

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা,  আগস্ট ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।