ঢাকা: প্রায় প্রত্যেক প্রাণীই পেটে মৃদু আদর পেতে পছন্দ করে। হাত দিয়ে আলতো করে ঘঁষা তাদের খুবই পছন্দ।
দু’জন গাছের শল্য চিকিৎসক সম্প্রতি দেখা পান একটি হরিণ ছানার। তারা কাজ করছিলেন উত্তর আমেরিকায়। ছানাটিকে তারা ধরে আদর করেন।
আদরের অংশ হিসেবে ছানাটির পেটে সামান্য হাত ঘঁষে দেন একজন ডাক্তার। কারণ ছানাটি অনবরত তাদের মতো করে কাঁদছিল! কান্না থামাতে তাকে কোলে নিয়ে এই কৌশল নিয়েছিলেন তিনি।
পরে দেখা গেল, পেট ঘঁষা বাদ দিয়ে যেই তাকে কোল থেকে নামাতে যাবেন, অমনি কেঁদে উঠছে ছানাটি!
কী এক আশ্চর্য ব্যপার!
তাহলে বিষয়টি এবার দেখে নিন নিজচোখে:
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৪