ঢাকা: শিল্পী চাইলে ধ্বংসস্তূপ থেকেও গড়ে তুলতে পারেন সাজানো বাগান। এ কেবল শিল্পীর হাতেই সম্ভব।

শিল্পী জোডি হার্ভে-ব্রাউন যেন প্রাণের স্পর্শ দিলেন পুরনো বইয়ের পাতায় পাতায়। তার অসামান্য সব পেপার ভাস্কর্যে ফুটে উঠল তেমনটি।

গল্পের বইগুলোর যে পাতাগুলো তার প্রিয়, সেখানে সৃষ্টি করেছেন অসাধারণ সব ভাস্কর্য।

পেনসিলভেনিয়ারের জোডি (২৬) বলেন, একটি সেকেন্ডহ্যান্ড দোকান থেকে এক বাক্স পুরনো বই কেনার পর এ কাজে হাত দেই। খবর মিরর পত্রিকার।

নিজের শিল্পকর্ম নিয়ে তিনি বলেন, চরিত্রগুলো আমাদের ভীষণ চেনা, যেন পাতা থেকে উঠে আসছে, নিজেদের গল্প বলছে। পড়তে গিয়ে আমরা যেমন কল্পনার জগতকে কাজে লাগাই।

তার এ ভাস্কর্য শিল্পের মধ্যে আছে অতি পরিচিত কাল্পনিক চরিত্র, সামুদ্রিক চরিত্র, দৈত্য, জাহাজ ও উড়োজাহাজ।
দেখে নেওয়া যাক তার অসাধারণ সব সৃষ্টি।






বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪