ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ফিচার

খ্যাপা ষাঁঢ় নিয়ে সেলফি!

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৮, জুলাই ১৪, ২০১৪
খ্যাপা ষাঁঢ় নিয়ে সেলফি!

ঢাকা: ভাবুন তো আপনার কয়েক ইঞ্চি দূরত্বে ডজন খানেক খ্যাপা ষাঁঢ়। আপনাকে ধারালো শিং বাগিয়ে তাড়া করছে, আর আপনি পড়ি মরি করে ছুটছেন! তখন জীবন বাঁচানোর চিন্তা ছাড়া সেলফি তোলার ভাবনা কি মাথায় আসবে ‍আপনার?

স্পেনের বিখ্যাত ‘রানিং অব দ্য বুলস’ ফেস্টিভ্যালে এক ভয়-ডরহীন রানার ঠিক এ কাজটিই করলেন।



মাত্র ইঞ্চি কয়েক দূরে এক ‘হাফ-টন’ দুরন্তু ষাঁঢ়কে রেখে সেলফি তুললেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, ষাঁঢ় এই গুঁতো দিলো বলে, আর ভদ্রলোক নিশ্চিন্তে ডান হাত উঁচু করে নিজের ছবি তুলছেন!

এদিকে এই সাহসী কাজের জন্য কোথায় তিনি পুরস্কৃত হবেন, উল্টে পুলিশ খুঁজছে তাকে। দৌড়ের সময় ছবি তোলায় স্থানীয় আইন ভঙ্গের দায়ে তার ৩ লাখ ১৯ হাজার টাকা (২৪০০ পাউন্ড) জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।