প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ মেলাতে চান আপনার কুষ্ঠি!
জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।
মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।
বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।
বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাবে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।
যারা রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: [email protected]
ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।
মনে রাখবেন বাংলানিউজ এই যোগাযোগের মাধ্যম মাত্র। পাঠককে সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।
আজ কেমন যাবে
তারিখ- ১৯/০৭/২০১৪

পরিকল্পনায় ত্রুটি ও বুদ্ধি বিভ্রমের জন্য কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে যৌথ ব্যবসায় বাড়তি বিনিয়োগ না করাই ভালো। অত্যধিক ভাবপ্রবণতায় কাজকর্ম ব্যাহত হতে পারে। সৃষ্টিশীল কাজে বিশেষ সাফল্য পাবেন। দেরিতে হলেও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে।
টোটকা: বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।

সম্পত্তি নিয়ে স্বজনদের সঙ্গে বিরোধের আশঙ্কা রয়েছে। পৈতৃক সম্পত্তি লাভে জটিলতা দেখা দেবে। বৃষ লগ্নের জাতকের অভিমান তার একাকিত্ব বাড়িয়ে দিতে পারে। নৃত্য, অভিনয়, চারুকলার চর্চায় কৃতিত্ব ও বিকল্প উপার্জনের পথ খুলবে। সপরিবার ভ্রমণের পরিকল্পনা হবে। বন্ধুস্থানীয় কারও মাধ্যমে হারানো দ্রব্য ফেরত পাওয়ার সম্ভাবনা।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

ভাই-বোনের সঙ্গে সম্পত্তি বিষয়ক মামলায় নাজেহাল হওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি জটিলতায় বহু ব্যয় হতে পারে। শ্রমসাধ্য কাজে সাফল্যের ইঙ্গিত দেখা যাচ্ছে। টিউমার বা আলসার জাতীয় রোগে অস্ত্রোপচারের সম্ভাবনা। দিনের প্রথম ভাগে প্রেম-প্রণয়ে ব্যর্থতায় মানসিক অবসাদ দেখা দিতে পারে।
টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

কর্মক্ষেত্রে পদোন্নতি ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধিতে মানসিক চাপ দেখা দিতে পারে। আত্মীয়দের সঙ্গে বিবাদে মনে কষ্ট পাবেন। দিনের শেষভাগে সেবামূলক প্রতিষ্ঠানে অর্থ দান ও সামাজিক প্রভাব-প্রতিপত্তি বাড়বে। বিশ্বস্ত বন্ধুর আচরণে মনঃকষ্ট হতে পারে। নৃত্য, অভিনয়, চারুকলা চর্চায় কৃতিত্ব লাভের যোগ আছে। মনোরম স্থানে ভ্রমণ করতে পারেন।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।

দুষ্ট সহকর্মীর অপপ্রচারে কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি ও পদোন্নতিতে বাধা আসবে। পৈতৃক ব্যবসায় উন্নতি ও সমৃদ্ধির সুযোগ আছে। দিনের প্রথম ভাগে স্বামী-স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক সমস্যার সমাধান, সন্তানের স্বাস্থ্যহানি লেখাপড়ায় ছাপ ফেলতে পারে।
টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

জল বা বায়ুপথে ভ্রমণে বিপত্তির আশঙ্কা আছে। ধর্ম চর্চা ও গরিবদের সেবায় আত্মিক প্রশান্তি লাভ করবেন। কন্যা লগ্নের ব্যক্তিদের সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ দেখা যাচ্ছে। প্রিয়জনের বিয়ের ব্যাপারে আলাপ আলোচনায় হঠাৎ বাধা আসতে পারে। ব্যবসায়িক কারণে ঋণ নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
টোটকা: অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

কর্ম পরিবর্তনের পরিকল্পনায় সাফল্যের সম্ভাবনা আছে। বুদ্ধিবলে বিপর্যয় সামলে মর্যাদা ফিরে পেতে পারেন। বিলাস-ব্যসনে রাশ টানতে না পারলে জীবনের জটিলতা বাড়তে পারে। দিনের প্রথম ভাগে ঘাড় ও পিঠের ব্যথায় কাজকর্মে ব্যাঘাত ঘটবে। শত্রুর মোকাবিলায় আইনি ব্যবস্থা কার্যকর হতে পারে।
টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান।

ঋণশোধ নিয়ে অশান্তি দেখা দিতে পারে। দিনের অন্তভাগে গৃহ নির্মাণের জন্য কর্মক্ষেত্র থেকে ঋণ মঞ্জুর হতে পারে। পারিবারিক দায়িত্ব পালনে বহু অর্থে ব্যয় হবে। বৃশ্চিক লগ্নে জাত ব্যক্তির মন ও বুদ্ধির চঞ্চলতায় কর্মক্ষেত্রে বিপত্তির আশঙ্কা দেখা যাচ্ছে। সজ্জন-সান্নিধ্যে স্বস্তি লাভ করবেন।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

দুর্জনের অপচেষ্টা প্রতিরোধে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল্য পাবার সুযোগ আছে। প্রবাসী আত্মীয়-স্বজনের কাছ থেকে মূল্যবান দ্রব্যাদি লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। দিনের প্রথম ভাগে শিক্ষকতার কাজে যুক্ত ব্যক্তিদের বিশেষ সাফল্য লাভ হতে পারে। অতিরিক্ত উচ্চাভিলাষের জেরে হতাশা দেখা দিতে পারে।
টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে পানিয়ে যব, গম, চাল ভিজিয়ে রাখুন ।

কান ও গলার সমস্যায় দুর্ভোগ হতে পারে। দিনের শেষভাগে পৈতৃক ব্যবসায় বাড়তি বিনিয়োগ থেকে বিরত থাকাই ভালো। দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে না-পারায় মনঃকষ্ট দেখা দেবে। মকর লগ্নে জাত ব্যক্তির মানসিক অস্থিরতার জন্য ব্যবসায়ে জটিলতা বাড়বে। প্রিয়জনের বিয়ের ব্যাপারে প্রাথমিক আলাপ-আলোচনা সফল হতে পারে। মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা দেখা যাচ্ছে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

যুক্তিপূর্ণ আলাপ-আলোচনায় জটিল সমস্যার সমাধান হয়ে যাবে। বিকল্প কাজের খোঁজে ভিন্ন জেলায় গিয়ে প্রতিষ্ঠা লাভের সুযোগ হতে পারে। প্রিয়জনের চিকিৎসা-বিভ্রাটে আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটতে পারে। । দিনের প্রথমভাগে স্বামী-স্ত্রীর ভুল বোঝাবুঝিতে সাংসারিক সঙ্কট দেখা দিতে পারে।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।

কর্মক্ষেত্রে সহকর্মীদের ষড়যন্ত্রে ঝামেলা ও অশান্তি দেখা দিতে পারে। গবেষণায় সাফল্য পাবেন। প্রিয়জনের কর্মসংস্থানের সম্ভাবনা আছে। দিনের অন্তভাগে চুরি বা প্রতারণায় ক্ষতি হতে পারে। সহোদরস্থানীয় কারও দ্বারা উপকৃত হতে পারেন। বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্য পাবেন। শারীরিক অসুস্থতার জন্য ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে।
টোটকা: কাককে শস্য দানা দান করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪