ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ফিচার

বিশ্বের সবচেয়ে বড় ভূগর্ভস্থ লেক

মেহেদী হাসান প্রিন্স, অতিথি লেখক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, জুলাই ২২, ২০১৪
বিশ্বের সবচেয়ে বড় ভূগর্ভস্থ লেক

শাবিপ্রবি, সিলেট: মাটির নিচেও লেক রয়েছে শুনতেই কেমন যেন অবাক লাগে। তবে কথা সত্যি।

আর এসব লেকের সবচেয়ে বড়টির অবস্থান আফ্রিকার কালাহরি মরুভূমিতে।

‘ড্রাগন ব্রেথ কেভ’ এ অবস্থিত লেকটিই পৃথিবীর সবচেয়ে বড় ভূগর্ভস্থ লেক। নামিবিয়াতে অবস্থিত এ লেকটির আয়তন প্রায় ২ হেক্টর। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ মিটার নিচে এর অবস্থান।

এর উপর দিয়ে বয়ে যাওয়া আর্দ্র বাতাসের কারণে এই নামকরণ। লেকের ভিতরে ৩টা জাম্বো জেট অনায়াসে স্থান করে নিতে পারবে। এটি পৃথিবীর অন্যতম বিশুদ্ধ জলাধার।

এই লেকের পানিকে জীবাশ্ম পানি বা ফসিল ওয়াটার বলা হয়। কারণ লক্ষ বছর ধরে জমা পানি এখানে আজও অবিকৃত রয়ে গেছে। এই জলাধার মাত্র কয়েক বছর আগেই সভ্য মানুষের অক্ষিগোচর হয়েছে কিন্তু
এর গভীরতা আজও অজানা।

ডুবুরিরা এর মাত্র ১০০ মিটার গভীর পর্যন্ত গিয়েছিল। কিন্তু এর তলদেশের কোনো হদিস পায়নি। অনেকই মনে করেন গুহাটি কালাহরি মরুভুমির নিচে হাজার মাইল ধরে বিস্তৃত। অন্ধকারছন্ন নীরব এই লেকেও রয়েছে প্রাণের অস্তিত্ব। যা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। সেই প্রাণীটি হলো সোনালি মাগুর মাছ।

মজার ব্যাপার হলো এই মাছ সম্পূর্ণ অন্ধ ও গুহার উপর থেকে পড়া ধ্বংসাবশেষ খেয়ে তারা বেঁচে থাকে। কিন্তু দুর্ভাগ্য হলে সত্যি এত বিশাল বিশুদ্ধ পানির সংগ্রহ থাকা সত্ত্বেও আফ্রিকার অধিকাংশ মানুষ আজও বিশুদ্ধ পানি পান করতে পারে না ।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।