ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ফিচার

কর্মযোগ শুভ ধনুর, নিজে সিদ্ধান্ত নিন মেষ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, জুলাই ১১, ২০১৪
কর্মযোগ শুভ ধনুর, নিজে সিদ্ধান্ত নিন মেষ

প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তিসহ মেলাতে চান আপনার কুষ্ঠি!

জ্যোতিষ শাস্ত্র বিশ্বের আদি বিজ্ঞানের অন্যতম। তিথি, নক্ষত্র, অবস্থান প্রভৃতি বিবেচনায় নদীর জোয়ার ভাটার মতো চলে আমাদের শরীরযন্ত্রও।

মানুষের উপর জ্যোতির্বিজ্ঞানের প্রভাব সমসময় প্রমাণিত। জন্ম, মৃত্যু, প্রেম, বিয়ে, অর্থপ্রাপ্তি, চাকরি, ব্যবসা, পরীক্ষায় ভালো ফলাফল সবকিছুতে প্রভাব আছে এ শাস্ত্রের।

মিশর, গ্রিসের মতো ভারতীয় জ্যোতিষ শাস্ত্রেরও রয়েছে বিশেষ খ্যাতি। আর ভারতীয় প্রখ্যাত জ্যোতিষী রুবাই দীর্ঘদিন এসব বিষয়ে নিয়মিত জানাচ্ছেন বাংলানিউজের পাঠকদের। বিশ্বকাপ ফুটবল নিয়ে তার ভবিষ্যদ্বাণীও অনেকটা প্রমাণিত কিন্তু পাঠকের জিজ্ঞাসা অপরিসীম। তারা আরও নানা বিষয় জানতে চান। কিন্তু সেগুলোর জন্য প্রয়োজন হয় বিভিন্ন তথ্য-উপাত্ত।

বাংলানিউজ ও বাংলানিউজ রাশিফল পাঠককে সবসময় দিতে চায় ভিন্নতার স্বাদ। কারণ পাঠকের চাহিদাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই।

বাংলানিউজের অগণিত পাঠকের চাহিদা বিবেচনায় তাই জ্যোতিষ রুবাইর নেতৃত্বে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষজ্ঞ প্যানেল নির্বাচিত করেছি আমরা। এই বিশেষজ্ঞ প্যানেল আপনার পাঠানো তথ্য-উপাত্ত ও আপনার সমস্যা ঘেঁটে মেটাবে মনে জমে থাকা সব প্রশ্নের উত্তর।

যারা রাশি, লগ্ন, গণ, তিথি, বাস্তুশাস্ত্রসহ মনের বিভিন্ন প্রশ্নের অবসান ঘটাতে চান তারা যোগাযোগ করুন এই মেইলে: [email protected]

ফিরতি মেইলে জানানো হবে বিস্তারিত নিয়ম-কানুন। সব জেনে পুনরায় মেইল করলে নির্দিষ্ট সময় পর জানতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ফলাফল।

মনে রাখবেন বাংলানিউজ এই যোগাযোগের মাধ্যম মাত্র। পাঠককে সর্বোচ্চ সেবা দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।

আজ কেমন যাবে
তারিখ- ১১/০৭/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার অধিকারে থাকবে। কিন্তু সেই অধিকারের ব্যবহার আপনাকে সমালোচনার মুখে দাঁড় করাতে পারে। খুঁজে পাবেন কোনো হারিয়ে যাওয়া দলিল। পারিবারিক ক্ষেত্রে কোনো অতিরিক্ত অর্থ খরচ হবে। কর্মযোগ শুভ।

টোটকা: বাড়ির সদর দরজা থেকে দেখা যায় এমন জায়গায় একটি সাদা শঙ্খ রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫
ব্যবসার ক্ষেত্রে শুভ পরিবর্তনের সম্ভাবনা। সামাজিক ক্ষেত্রে আপনার কাজকর্ম ফলপ্রসূ হবে। কেউ আপনার পিছনে চাইলেও শত্রুতা করতে পারবে না। কাজ বাস্তবায়নে পরিবারের সহায়তা পাবেন।

টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৭
কর্মক্ষেত্রকে নিজের আয়ত্তে এনে ফেলতে পারবেন। গ্রহের প্রভাব সক্রিয় রয়েছে। পারিবারিক মতবিরোধ নিয়ে কখনই তিক্ততার পর্যায়ে নিয়ে যাবেন না। আত্মীয়দের কারো সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে।

টোটকা: কাজের টেবিলের ড্রয়ারে একটি মাটির ডেলা সঙ্গে তিনটি তুলসী পাতা ও কিছু সাদা ফুল একটি সাদা কাপড়ে জড়িয়ে রাখুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
নতুন কোনো সৃষ্টিশীল কাজের পরিকল্পনা হতে পারে। পরিবারের সঙ্গে আলোচনা করে ব্যবসায়িক সিদ্ধান্ত নিন। কাজ থেকে বিশ্রাম বা বিরতির সম্ভাবনা কম। ঋণ কমবে, অর্থের ব্যাপারে কিছুটা স্বস্তি ফিরে পেতে পারেন।

টোটকা: গাড়ি চালকেরা গাড়ির সামনের দিকে তিনটি পাতি লেবু, তিনটি লঙ্কা একটি সুতায় বেঁধে ঝুলিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ১৯
কাজের প্রশংসা পেলেও নিজের কাজ নিয়ে আপনার নিজস্ব খুঁতখুঁতানি থাকবে। বাইরের ব্যক্তিদের আজকের দিনে কোনো পারিবারিক সিদ্ধান্তে প্রবেশ করতে দেবেন না। কোনো গুরুজনের পরামর্শ আপনার জীবনে শান্তি এনে দিতে পারে।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ২৩
উপহার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য আপনাকে অনুপ্রাণিত করবে। বিনিয়োগের ক্ষেত্রে সচেতন হন। আচরণে নমনীয় ভাব প্রকাশ পেলে আরও সহজে সফলতা আসবে। হাঁটুতে সমস্যা দেখা দিতে পারে।

টোটকা: ভোরে শয্যা ত্যাগ করে সামান্য জলে ভেজানো চাল চিবিয়ে ফেলুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৯
সামান্য কারণে প্রতিবেশীর সমস্যা দেখা দিতে পারে। ইচ্ছা থাকলেও কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হবেন। বিবাহ সংক্রান্ত ব্যাপারে কথাবার্তার মাধ্যমে সমাধান বেরিয়ে আসতে পারে। শুভ সময়ের জন্য একটু অপেক্ষা প্রয়োজন।

টোটকা: সুগন্ধি মিশ্রিত জলে গোসল করুন।  

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : গোলাপি,  শুভ সংখ্যা : ৮
রাশিচক্র শুভ থাকায় ইতিবাচক প্রভাব কাজে ও পরিবারে পড়বে। তবে কোনো বন্ধুর কাছ থেকে বেশি পরিমাণে ঋণ নিলে পরে সমস্যায় পড়তে হবে। ব্যবসার জগতে আপনার যোগাযোগ বাড়তে থাকবে। বকেয়া অর্থ আদায় কম হতে পারে।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ৭
কর্মক্ষেত্র নিয়ে সরাসরি সমস্যা থাকবে না। তবে কর্মক্ষেত্রে বিশেষ কারো প্রভাব আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে। পারিবারিক অসুস্থতায় বেশ কিছু অর্থ বেরিয়ে যেতে পারে। কর্মযোগ শুভ।

টোটকা: তুলসী রোপণ করুন। অথবা কোনো তুলসী গাছে জল দিন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৬
কর্মক্ষেত্রে আপনার কাজ আপনাকে নানা রকম প্রশ্নের মুখে ফেলতে পারে। সন্তানের অগ্রগতি ভালোই হবে। অপ্রিয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে সম্পর্কের কোনো ক্ষতি না হয় সেদিকে নজর দেবেন। আর্থিক বাধা নেই।

টোটকা: ডুমুর ও কাঁচা তেঁতুল মাটির ঘটে রেখে বাড়ির দক্ষিণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২
যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা করুন। সম্পত্তি নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। দূরদর্শিতা আছে এমন লোকের পরামর্শ নিন। নতুন ব্যবসার ফলে জমা অর্থ নষ্ট হতে পারে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে কিছুটা চাল সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সবুজ,  শুভ সংখ্যা : ৯
কর্মক্ষেত্রে নিজের অভিজ্ঞতা কাজে লাগান। ব্যবসায় বেশি লাভের আশা করতে গিয়ে লোকসানের মুখে পড়তে পারেন। সন্তানের পড়াশুনা নিয়ে খুশি থাকবেন। নতুন গৃহ লাভের সম্ভাবনা কম।

টোটকা: পাঁচটি বোঁটা যুক্ত পানের পাতার উপর তেল ও সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে পিতলের পাত্রে রান্না ঘরে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।