আজ কেমন যাবে
তারিখ- ০৭/০৭/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
অন্যমনস্কতার ফলে কাজে ভুল হয়ে যেতে পারে। এমন কারো সাথে যোগাযোগ হবে যিনি আপনার হয়ে কাজ করে ভুল শুধরে দেবেন।
টোটকা: কিছুটা ঘি, কিছুটা কালো জিরা ও একটি লাল কাঁচা মরিচ মাটির পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

বাড়ির দায়িত্ব পূর্ণভাবে আপনাকে বহন করতে হবে। কর্মক্ষেত্রে মনের শিথিলতায় অগ্রগতি কম হতে পারে। পরিচিত যারা তারা বুঝে উঠতে পারবেন না সত্যি আপনার সমস্যাটা কোথায়। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তার মানসিকতার দিকে নজর দিন।
টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোনো পুকুরের জলে ফেলে দিন।

কর্মস্থলে বিশেষ দায়িত্ব পালন করতে হবে। পরিবারের স্নেহভাজন কারো উন্নতিতে গর্ববোধ করবেন। বিশ্বস্ত বন্ধুর অসুস্থতা আপনাকে চিন্তায় ফেলবে। আর্থিক দিক থেকে তেমন লাভবান হবেন না। মাতৃস্থানীয়ার সাথে মতান্তর বাড়তে পারে।
টোটকা: একটি কুলোতে কিছুটা চালের মণ্ড, একটি কাচা কলা, কিছুটা তেল ও কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

উপহারস্বরূপ অনেক কিছু প্রাপ্ত হতে পারে। পরিবেশ সহায়ক হবে। আপনার সৃষ্টিধর্মী দক্ষতা আছে। সাংসারিক ব্যাপারে লোকজনের সঙ্গে দেখা করে নতুন পদক্ষেপ নেবেন। ভ্রমণের যোগ আছে।
টোটকা: সদর দরজার সামনে দুটি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস ও কিছুটা ফুল ভিজিয়ে রাখুন।

বহুদিন পর পরিশ্রমের সাফল্য অনুভব করবেন। কাজের গুরুত্ব বুঝে ধৈর্য ধরে বিভিন্ন ব্যক্তির দায়িত্ব বাড়িয়ে দিতে থাকুন। আপনার পরাক্রমী মনোভাব ও সাহসী পদক্ষেপ ধুরন্ধর ব্যক্তিদের অবাক করে দেবে। আয় ভালোই হবে।
টোটকা: একটি বোঁটাযুক্ত পান, একটি গোটা সুপারি ওএকটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

বিনিয়োগের ক্ষেত্রে এমন পদক্ষেপ নিন যার ফলে বৃদ্ধ বয়সে আয়ের নিশ্চয়তা থাকে। আত্মবিশ্বাস আপনাকে ঝুঁকিপূর্ণ কাজে এগিয়ে দেবে। আপনার বলিষ্ঠ ব্যবহার সামাজিক ক্ষেত্রে আরও সম্মান বাড়িয়ে দেবে। শরীর নিয়ে কিছুটা চিন্তা থাকবে।
টোটকা: একটি লাল সুতি কাপড়ে কিছুটা কালো জিরে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

যা মনে ভাববেন সেটিকে বাস্তবায়িত করতে গেলে প্রচুর ভুল বোঝাবুঝি হতে পারে। এমন কাউকে কাজের দায়িত্ব দিয়ে ফেলবেন যাকে নিয়ে পরে আফসোস হতে পারে। ভাগ্যবলে চিন্তা মুক্ত হতে থাকবেন।
টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল ও সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

খুব ভালোভাবে ভেবে কাজ শুরু করুন। নতুনের পিছনে ছুটে সময় নষ্ট হতে পারে। সম্পর্কের টানাপোড়েন আপনাকে ব্যস্ত রাখবে। কোনো কাজ একই রকম মনে হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে।
টোটকা: একটি পাত্রে যব, গম , চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

অর্থনৈতিক বাধা সহজেই দূরীভূত হবে। পারিবারিক সমস্যার সমাধান হয়ে যাবে। নিজের জীবনে কোনো পরিবর্তন বুঝতে পারবেন না। সামাজিক ক্ষেত্রে সম্মান বাড়বে। ভ্রমণের যোগ আছে।
টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

স্থির বিশ্বাসে আপনার কাজগুলি গুছিয়ে শেষ করুন। কর্মক্ষেত্রে আপনার দাখিল করা মূল্যায়ন নিয়ে শত্রুপক্ষ সমস্যা সৃষ্টি করবে। ক্রোধ সংযত করুন। বাইরের ব্যাপার নিয়ে ঘরে বেশি আলোচনা করবেন না।
টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন

অর্থ ও ক্ষতি আপনার সঙ্গে থাকবে। আপনার অর্থের প্রয়োজনীয়তা থাকলেও সঞ্চয় হবে না। পারিবারিক দায়িত্ব সফলভাবে পালন করবেন। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।
টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন। অথবা কোনো সর্পগন্ধা গাছে জল দিন।

বকেয়া কাজগুলি শেষ করুন। কর্তৃপক্ষকে প্রশ্ন করার সুযোগ দেবেন না। কর্মক্ষেত্রে যেকোনো নির্দেশ দেওয়ার বিষয়ে সচেতন হোন। নির্দেশ দেওয়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে। সহকর্মীরা কেউ হয়রানি করতে পারে।
টোটকা: সন্ধ্যে নামার ঠিক আগে গোধূলি লগ্নে গোটা বাড়িতে ধূনা প্রজ্বলিত করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪