আজ কেমন যাবে
তারিখ- ০৬/০৭/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
কর্মক্ষেত্রে সবকিছু অনুকূলে থাকায় শান্তি বজায় থাকবে। প্রয়োজনে অন্যের পরামর্শ নিতে হতে পারে।
টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

গভীর উদ্বেগ ও চিন্তার মধ্যেই চিন্তা মুক্তির সন্ধান মিলতে পারে। নানা রকম বাধা এলেও অগ্রগতি অব্যাহত থাকবে। তবে প্রাপ্তিযোগে অশুভ লক্ষণ দেখা যাচ্ছে। কোনো নিশ্চিত প্রাপ্তি আটকে যেতে পারে। নতুন সমস্যায় অর্থ ব্যয় হতে পারে।
টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল ও সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।

সমস্যা উত্তরণের কোনো নতুন সম্ভাবনার সন্ধান পেতে পারেন। অনিচ্ছা স্বত্ত্বেও কোনো কাজ আপনাকে করে যেতে হতে পারে। অগ্রজসম কাউকে সাহায্যের কথা বললেও সাহায্য পাওয়ার সম্ভাবনা খুবই কম। পাওনা ফেরতের সম্ভাবনা আছে।
টোটকা: দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

বিশেষ কোনো কাজ পাবার জন্য সমস্ত রকম পদক্ষেপ নিলেও সেটা সম্ভব হবে না। সমস্যার মধ্যেই লেনদেন চালু রাখতে হবে। কোনো সহকর্মীর জন্য সমস্যায় পড়তে হবে। সামান্য অর্থলাভ হলেও হতে পারে। অপ্রত্যাশিত যোগাযোগ সম্পর্ক সহজ করে দেবে।
টোটকা: সাদা পোশাক পড়ুন।

অর্থনৈতিক বিষয়ে শুভ খবর আসতে পারে। পরিবার নিয়ে দিনটি বেশ আনন্দে কাটবে। কাজে আশানুরূপ অগ্রগতি থাকবে। লোভ থেকে বিরত থাকলে ক্ষতির সম্ভাবনা কমবে। অবস্থা প্রতিকূল হলেও অনুভব করলে কোন সিদ্ধান্ত নেবেন না।
টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

অন্য কাউকে সাহায্য করতে গিয়ে নিজের কাজের ক্ষতি হতে পারে। গোটা দিনে বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে হবে। পরিবারের মন বুঝে কিছু পদক্ষেপ নিতে হবে। সন্ধ্যের পর কোনো ঝুঁকি নেবেন না।
টোটকা: একটি হলুদ সুতি কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করবেন। পারিবারিক কারণে দুশ্চিন্তা বাড়বে। দিনের শুরুতে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। অপেক্ষা করলে বিরোধীপক্ষ নিজে থেকেই দূরে সরে যাবে। সন্ধ্যায় সমস্যা সমাধানের ইঙ্গিত আছে।
টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান।

শত্রুতার পথে না গিয়ে প্রয়োজনে কারো সঙ্গে সমঝোতা করা বুদ্ধিমানের কাজ হবে। পরিকল্পনা করে চললে পরিবারের সাহায্য কাজে লাগবে। তবে সমালোচকদের মন্তব্য উপেক্ষা করে চলাই মঙ্গলদায়ক হবে। দিনের শেষে আপনার জয় সূচিত হতে পারে।
টোটকা: একটি একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

কোনো ব্যক্তিকে বিশ্বাস করে ঠকতে পারেন। বাধার ভিতরে চলতে হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ কারো মতামত নিন। বেলার দিকে অশুভ পরিবর্তন, অর্থ ক্ষতির আশঙ্কা আছে। সন্ধ্যের দিকে সমস্যা বাড়তে পারে।
টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

পরিশ্রমের উপযুক্ত প্রতিদান দিতে পারবেন না। নানা উপদ্রবে দিনটা জটিল হয়ে যাবে। বেলা বাড়লে শুভ পরিবর্তন হবে। ক্ষমতার বাইরে কোনো দায়িত্ব নিতে যাবেন না। সন্ধ্যের দিকে অর্থনাশের যোগ আছে। আয় ও ব্যয়ের সমতা রক্ষা করা কঠিন হবে।
টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

সমস্যা প্রত্যক্ষ না থাকলেও পরক্ষোভাবে থাকবে। তবে বাধার ভিতর প্রাপ্তিযোগ আছে। আপনার পছন্দ না হলেও কাজকর্ম কিছুটা শিথিল পরিবেশ থাকবে। পুরনো বন্ধুদের সঙ্গে মিলিত হবার যোগ দেখা যাচ্ছে।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

দিনের মধ্যে কর্তব্যের সমাধান করবেন। আজ সহজেই কাজ উদ্ধার করবেন। কারো ব্যবহারে মন খারাপ হলেও পরিবেশ স্বীকার করে নিতে হবে। সন্ধ্যের সময়ের কাছাকাছি সময়ে আশাপ্রদ পরিবেশের জন্ম হবে। রাতের দিকে অর্থলাভের যোগ আছে। আজকের দিনে ঋণ দিলে ফিরত পাওয়া কঠিন হবে।
টোটকা: একটি নিম পাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে পানিতে ফেলে দিন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪