ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ফিচার

মনে আনন্দ মকরের, বৃশ্চিক চাকরিপ্রার্থীদের দিনটি শুভ

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, জুলাই ৩, ২০১৪
মনে আনন্দ মকরের, বৃশ্চিক চাকরিপ্রার্থীদের দিনটি শুভ

বুধবার
তারিখ: ০৩/০৭/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
মানসিক অস্থিরতার প্রভাব পড়বে ব্যক্তিগত সম্পর্কে। নতুন যোগাযোগ আসবে।

সঠিক সময়ে এগিয়ে গেলে তবেই সফল হবেন। পারিবারিক সমস্যা আপনাকে সহ্য করে চলতে হবে। অর্থযোগ আছে কিন্তু ব্যয়ের চাপ থাকবে।

টোটকা: একটি নিম ডাল সকালে উঠে চিবিয়ে জলে ফেলে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
কর্মস্থলে সহকর্মীদের সমস্যা আপনাকে সমাধান করতে হতে পারে। সহোদরস্থানীয় কেউ আপনার কাছে তার সমস্যা নিয়ে আসতে পারে। দিনটি নির্বিঘ্নে ও শান্তিতে কাটাবেন। ব্যবসার সম্ভাব্য যোগাযোগগুলি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন।

টোটকা: নিজের পকেটে তুলসী পাতা রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
পদাধিকারী ব্যক্তির সঙ্গে মতের অমিল হতে পারে। পরিচিত কেউ স্বার্থ সিদ্ধির জন্য আপনার যোগাযোগ কাজে লাগাতে পারে।   অর্থ ও গৃহ নিয়ে শান্তিতেই কাটাবেন। শত্রুতা কমে আসবে। ভ্রমণের যোগ আছে।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড় বা চিনি বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
অর্থ একদিকে এলেও অন্যদিক দিয়ে খরচ হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় হিসাবের দিকে নজর রাখবেন। স্বাস্থ্য নিয়ে দোটানায় পড়বেন। আপনার আশ্রয়প্রার্থী হয়ে কেউ আসতে পারে। এর ফলে খরচ বাড়বে।

টোটকা: কাজের টেবিলে জাহাজের ছবি রাখুন।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৮
বিনোদনের জন্য খরচা বাড়তে পারে। আর্থিক পরিকল্পনার অধিক খরচ হওয়ার যোগ আছে। নতুন যোগাযোগ অর্থ উপার্জনের সুযোগ এনে দেবে। অশুভ তেমন কিছু ঘটবে না। তবে সন্তানকে নিয়ে কিছুটা চিন্তা থাকবে।

টোটকা: সিঁদুর ও তেল দিয়ে সামনের দরজায় একটি মাছের চিহ্ন এঁকে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৪
পরিবারের মধ্যে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠবে। জমি-বাড়ি সংক্রান্ত সমস্যায় পরিবারের বাইরের লোকদের দোষারোপ করে লাভ নেই। কর্মস্থলে আপনার কাজকর্ম স্বাভাবিক থাকবে। কোনো সমস্যা নিয়ে হইচই হলেও আপনি তাকে সহজ করে দিতে পারবেন।

টোটকা: তিনটি বেল পাতা ও একটি সুপারি বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ,  শুভ সংখ্যা : ৯
প্রাত্যহিক প্রয়োজন নিয়ে কোনো সমস্যায় পড়বেন না। অর্থনৈতিক না হলেও ব্যবসায় অন্য কোনো সমস্যা হাজির হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। দম্পতিদের ক্ষেত্রে সন্তান লাভ সংক্রান্ত বিষয়ে চিকিৎসকদের পরামর্শ নিতে হতে পারে।

টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৬
লাভের সুযোগ থাকলেও বেশিদিনের জন্য চুক্তি বদ্ধ হবেন না। কর্মস্থলে কাজের মান উন্নতির দিকে নজর দিন। ছাত্ররা শিক্ষা নিয়ে নিজেকে ব্যস্ত রাখুন। চাকরিপ্রার্থীদের জন্য দিনটি শুভ।

টোটকা: কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯
আকস্মিক কারণে কিছুটা বিচলিত হতে পারেন। ব্যবসার কাজে কোনো অন্যায় মেনে নিতে হতে পারে। দরকারি কোনো কাজে সফল হবেন।

টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে গম, চাল ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
আশা অনুযায়ী কাজের ফলাফল হবে না। দায় পালন করতে গিয়ে অর্থ ও সময় নষ্ট হবে। কর্মক্ষেত্রে কারো নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বুদ্ধির ব্যবহারে শত্রুপক্ষকে দিয়ে কিছু কাজ করিয়ে নেবেন। মনে আনন্দ থাকবে।
 
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। কর্মের সঙ্গে অর্থের যোগ আসবে। ছোটখাটো উপদ্রব এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। চাপ বাড়লেও মনের উপর অসহায় বোধ ততটা প্রভাব ফেলবে না।

টোটকা: সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল ও  সিঁদুর দিয়ে একটি কয়েনের ছবি এঁকে রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
আপনার প্রতি  ঈর্ষা আপনার মানসিক চাপের কারণ হতে পারে। দাম্পত্য জীবনে অস্থিরতার যোগ আছে। কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধাচরণ হতে পারে। সহোদর ও সন্তানের ক্ষেত্রে শান্তি বজায় থাকবে।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।