ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ফিচার

বিশ্বকাপমাতানো স্টেডিয়াম-৬

অশ্বক্ষুরাকৃতির এরিনা ফন্টে নোভা

মিলটন মোললা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, জুলাই ২, ২০১৪
অশ্বক্ষুরাকৃতির এরিনা ফন্টে নোভা ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিল বিশ্বকাপ মাতাচ্ছে ছোট বড় মোট ১২টি স্টেডিয়াম। এর একেকটির সৌন্দর্য, দর্শক ধারণক্ষমতা, সুযোগ-সুবিধা একেকরকম।

ইচ্ছেঘুড়ির পাঠকদের জন্য ১২টি স্টেডিয়াম পরিচিতির ষষ্ঠটি দেওয়া হলো আজ।

দেশটির উত্তর-পূর্ব উপকূলের সবচেয়ে বড় শহর সালভাদরের সমুদ্র সমতলে অবস্থিত অশ্বক্ষুরাকৃতির এ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৪৮ হাজার ৭৪৭ জন।
প্রথম প্রতিষ্ঠাকাল ১৯৫১ সাল। নতুন করে সাজানোর কাজ শেষ হয় ২০১৩ সালের এপ্রিল মাসে। জুন-জুলাই মাস ধরা হয় সালভাদরের সবচেয়ে ঠান্ডা মাস। যদিও গড় তাপমাত্রার অবস্থান প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

গ্রিনিচ মিন টাইম থেকে ঘড়ির কাঁটা থাকে তিন ঘণ্টা পিছিয়ে। রিও থেকে দূরত্ব এক হাজার মাইলের ওপর। নতুন স্টেডিয়ামটি তৈরি করা হয় প্রধানত পুরনো স্টেডিয়ামের ধ্বংসাবশেষ কাজে লাগিয়ে। পুরোপুরি তৈরি হতে সময় লাগে প্রায় ৩২ মাস। এর পেছনে ব্যয় হয় প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড।

স্টেডিয়ামে দক্ষিণ দিকের গোলপোস্টের পেছনে রয়েছে বিশাল এক ফাঁকা জায়গা যেটিকে সহজেই বদলে নেওয়া যায় অ্যামফিথিয়েটারে। বিশেষ ডিজাইনের কারণে এখানে হাওয়া-বাতাসের চলাচল থাকে পর্যাপ্ত।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।