কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আট পা বিশিষ্ট একটি ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর আশ্চর্য ছাগল ছানাটিকে একনজর দেখতে সোমবার সকাল থেকে উৎসুক মানুষের ঢল নামে গৃহস্থ নুর মোহাম্মদের বাড়িতে।

স্থানীয় সূত্র জানায়, উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুন গ্রামে রোববার দিবাগত মধ্যরাতে গৃহস্থ নুর মোহাম্মদের পালিত ছাগল দুইটি বাচ্চা প্রসব করে। একটি বাচ্চা স্বাভাবিক হলেও অপরটি ৮ পা বিশিষ্ট।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে বাচ্চাটিকে দেখার জন্য সোমবার ভোর থেকেই বিভিন্ন এলাকার উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় জমাতে শুরু করে।
উলিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইউনুছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, হরমোনের প্রভাবজনিত কারণে এমন হতে পারে।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০১৪