আপনি যদি পাহাড় পর্বত পছন্দ করেন তবে রেডি হয়ে যান। চলে যান ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়াগো এবং উঠে যান পটেটো চিপসে।

ভাবছেন পটোটো চিপসে কীভাবে উঠবেন? আসলে সেখানে অদ্ভুত এক পাথরখণ্ড রয়েছে যার নাম পটেটো চিপস!

নাম পটোটো চিপস হলেও কাজে কিন্তু চিপসের মতো মচমচে ভঙ্গুর নয়। বেশ শক্তিশালী এ পাথরখণ্ডটি। আপনি অনায়াসে দাঁড়িয়ে থাকতে পারবেন এর উপর।

পার্বত্য এলাকা হলেও দর্শনার্থী ও আরোহীদের জন্য বাথরুমসহ সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে সেখানে। আপনার পাহাড়ে ওঠার উপযোগী জুতাজোড়া যদি রেডি থাকে তাহলে শুরু করে দিন আপনার জার্নি।

লেক পওয়ে থেকে মাউন্ট উডসনের পটেটো চিপস পর্যন্ত দূরত্ব ৩.৮ কিলোমিটার। যাত্রার শুরু থেকেই আপনার চোখে পড়বে পর্বতের বিচিত্র গঠন। পর্বতের উপর থেকে যাত্রাপথে দেখতে পাওয়া লেক প্রশান্ত মহাসগরের বিশালতা আপনার চোখকে শত কষ্টের পরও দেবে শান্তির পরশ।

যদি শেষ পর্যন্ত আপনি পর্বতের অ্যানটেনা টাওয়ার অবধি পৌঁছুতে পারেন তাহলে আপনি জানবেন দেখা মিলবে পটেটো চিপসের।

আপনি অনায়াসে পাতলা এই পাথরখণ্ডের উপর দাঁড়াতে পারবেন। পোজ দিয়ে নানাভাবে ওঠাতে পারবেন ছবি।
তবে সেখানে যাওয়ার জন্য অবশ্যই আপনার প্রস্তুতি থাকতে হবে ৫ ঘণ্টা হাঁটার। সঙ্গে নিতে হবে পর্যপ্ত পানি, খাবার।
বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, জুন ২৯, ২০১৪