ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ফিচার

শুভযোগ সিংহের, প্রশংসিত হবেন বৃষ

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৩, জুন ২৮, ২০১৪
শুভযোগ সিংহের, প্রশংসিত হবেন বৃষ

আজ কেমন যাবে
তারিখ: ২৯/৬/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
লক্ষ্যের দিকে অতি দ্রুত এগোতে যাবেন না। অতি দ্রুত এগোতে চেষ্টা করলে আপনি আসলে পিছিয়ে পড়বেন।

ধাপে ধাপে লক্ষ্যের দিকে এগোন। কোনো সমস্যার মুখোমুখি হলে ধীরে চলার নীতি গ্রহণ করুন। ব্যবসার বিষয়ে আজকের দিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। সামনে আসা সমস্যায় ভেঙে না পড়ে রুখে দাঁড়ান।

টোটকা: কিছুটা ঘি, কিছুটা কালো জিরা এবং একটি লাল কাঁচা মরিচ একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
আপনার আজকের প্রতিযোগী আপনারই গতকাল। নিজেই নিজের সীমা রেখা তৈরি করুন। আজ আপনার প্রশংসায় মুখর হবে আপনার ঘনিষ্ঠ মানুষরা। কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সেই অন্যায়ের প্রচেষ্টা ব্যর্থ করে দিতে পারবেন। সন্তানকে নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে।

টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোনো পুকুরের জলে ফেলে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
আপনি যদি আপনার পছন্দ মতো কাজ না করতে পারেন সেক্ষেত্রে আপনি উৎসাহ হারাতে পারেন। যাওয়া-আসার পথে কোনো অবাঞ্ছিত ঘটনায় জড়িয়ে যেতে পারেন। গোটা দিন কাটবে কর্মক্ষেত্রের দুশ্চিন্তা নিয়ে। তবে সন্তানকে নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন।

টোটকা: একটি কুলায় কিছুটা চালের মণ্ড, একটি কাচা কলা, কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
আপনার কর্মদক্ষতা কয়েক গুণ বেড়ে যাবে। তবে মেজাজ হারানোর সমস্যাকে আপনি এখনও নিয়ন্ত্রণ করতে পারেন নি। এর ফলে আজকের দিনে কারো উপর রেগে গিয়ে কোনো মন্তব্য করলে সমস্যায় পড়বেন। অর্থলাভের যোগ আছে।

টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গলঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস ও কিছুটা ফুল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৮
ইচ্ছাশক্তি আপনার সমস্যাকে সহজেই সমাধান করবে। শুভ যোগের ফলে উদ্যম বাড়বে। তবে সন্ধ্যের পর অশুভ যোগ দেখা দিতে পারে। কোনো অসাধু লোক ক্ষতির চেষ্টা করতে পারে। আগের পাওনা লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

টোটকা: একটি বোঁটাযুক্ত পান একটি গোটা সুপারি ও একটি কলা বাড়ির পশ্চিমে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৪
অপ্রতিহত বাধা এলেও আপনি সহজেই তার মোকাবিলা করতে পারবেন। এর ফলে অনেকেই অবাক হবে। মনকে পুকুরের জলের মতো স্থির রাখুন। কাজের জন্য সুখ্যাতি  লাভ করবেন। কর্মক্ষেত্রে সহকর্মীরা আজ আপনাকে নিয়ে আনন্দ করবে।

টোটকা: একটি লাল সুতি কাপড়ে কিছুটা কালো জিরে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা:  ৯
আপনার চিন্তা আপনার সফল ও অসফল হওয়া নিয়ন্ত্রণ করবে। ইতিবাচক চিন্তা করুন। অন্যের করা কোনো ভুল নিয়ে আজ কথা না বলাই শ্রেয়। যেকোনো ধরনের সুযোগ এলেই সেটিকে আঁকড়ে ধরবেন না।

টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল এবং সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা: ৬
নিরাশ হলে ভাবুন আপনার আশাটি আদৌ যুক্তিসঙ্গত ছিল কিনা। বিরুদ্ধ পরিস্থিতি থেকে জন্ম নেওয়া শত্রুতার সম্মুখীন হতে হবে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। বিকেলের পর শুভ পরিবর্তন। পারিবারিক কারণে মনে সুখ-শান্তি বজায় থাকবে।  

টোটকা: একটি পাত্রে  যব, গম, চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
নতুন দায়িত্ব আপনার কর্মব্যস্ততা বাড়াবে। আপনার কাজের বিনিময়ে যেটুকু অর্থ পাবেন তাতেই সন্তুষ্ট থাকুন। আজকের দিনে আপনার শত্রুপক্ষ অবদমিত থাকবে। কাজের অগ্রগতি বজায় থাকবে। পারিবারিক জীবনের বিশেষ মুহূর্তকে উপভোগ করতে পারবেন।

টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে  সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
আজকের দিনে নিজের মতামত প্রকাশ করার আগে অন্যদের মতামতের উপর যথেষ্ট সময় নিয়ে চিন্তা করুন। সহোদরস্থানীয় কারো সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। সন্ধ্যে থেকে পরিবেশ জটিলতা মুক্ত হতে শুরু করবে। কর্মে লাভ ও স্বজন সুখের লক্ষণ দেখা যাচ্ছে।

টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

কুম্ভ:(২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা: ৮
মন স্থির রাখতে চেষ্টা করলেও আপনার সামনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে মন চঞ্চল হবে। মন চঞ্চল হলে কিছুক্ষণ আপনার সমস্যার বিষয়টি থেকে সরে আসুন। কিছুক্ষণ বিশ্রাম নিন। আবার সমস্যাটি সমাধানের চেষ্টা করুন। সমাধান বেরিয়ে আসবে। সারাদিনে বিভিন্ন ধরনের মিশ্র পরিবেশের মুখোমুখি হতে হবেন।

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন। অথবা কোনো সর্পগন্ধা গাছে জল দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
ব্যবসায় কর্মতৎপরতা বাড়াতে কর্মীদের উৎসাহ দিন। কোনো ব্যক্তির সহায়তায় অল্প কিছু আর্থিক লাভ হতে পারে। কাজের অগ্রগতি নিয়ে চিন্তায় থাকবেন। নিজে কাজে হাত লাগান তবেই চিন্তা মুক্তি ঘটবে।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর চন্দনের একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।