ঢাকা: কথিত আছে, মানুষ যখন জঙ্গলে থাকত তখন তার নিঃসঙ্গতার প্রথম বন্ধু হয়েছিল কুকুর। তারপর পেরিয়ে গেছে বহু বছর।
আসলে শুধু মানুষ নয়, প্রাণিকূলে সবারই স্বাচ্ছন্দ্য ও সাহচর্যের প্রয়োজন হয়।
ছবির আশ্রয় পাওয়া দুই কুকুরের কোনো বাড়ি নেই, কিন্তু একে অপরের মাঝে খুঁজে পেয়েছে নিবিড় বন্ধুত্ব! ছবিটি সপ্তাহজুড়েই ভার্চুয়াল জগতে ঘুরছে।

এই হৃদয়স্পর্শী ছবিতে দেখা যায়, বন্ধুসুলভ আট মাসের পিট বুল মিক্স দেলাওয়ার ও খেলাপ্রিয় এক বছর বয়সী ল্যাব মিক্স কাইরা জর্জিয়ার আটলান্টার ফুলটন কাউন্টি শেল্টারে জড়াজড়ি করে শুয়ে আছে।
হিউম্যান সোসাইটির মতে, প্রতিবছর সারা বিশ্বজুড়ে লাখো কুকুর ও বিড়াল ‘জীবজন্তু আশ্রয়কেন্দ্রে’ মারা যায়।
এখন সময় এসেছে আধুনিক মানুষের সেই পুরনো বন্ধুত্বের প্রতিদান দেওয়ার। এসব অবহেলিত কুকুর-বিড়ালদের সেখান থেকে নিয়ে এসে নিজেদের কাছে রাখার কথাই মনে করিয়ে দেয় ছবিটি।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ২৮, ২০১৪