ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

ফিচার

সাম্বার দেশ ব্রাজিলের সৌন্দর্য

শামীম হোসেন, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৩, জুন ২৭, ২০১৪
সাম্বার দেশ ব্রাজিলের সৌন্দর্য

সাম্বার দেশে চলছে ফুটবলের শ্রেষ্ঠত্বের জমজমাট লড়াই। বিশ্বকাপের বিংশ আসরকে কেন্দ্র করে বিশ্বের ৩০০ কোটি মানুষের চোখ এখন ব্রাজিলে।

আমাজন নদী আর রিওডি জেনেরিও শহরের মতো নাব্য-শ্রীর ব্রাজিলের বিভিন্ন স্থাপনা ও কারিকুরি নজর কাড়ছে ফুটবলপ্রেমী ও পর্যটকদের।

ফুটবলের দেশের সাম্বা-সৌন্দর্য ছাড়াও ছড়িয়ে থাকা মোহনীয় স্থাপনা নিয়ে এবারের আয়োজন।
1_1_3
বিশ্বের অন্যতম জনবহুল শহর রিওডি জেনেরিও। দক্ষিণ আটলান্টিক মহসাগর তীরবর্তী শহরটি বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচের আয়োজক হিসেবে ব্যস্ত সময় কাটাচ্ছে।
2_1
রিওডি জেনেরিওর নান্দনিক স্থাপনাগুলোর মধ্যে ‘স্ট্যাচু অব দ্য ক্রাইস্ট দ্য রিডিমার’র খ্যাতি আকাশছোঁয়া।
3_1_
বিশ্বকাপ উপলক্ষে রিওডি’র বস্তিগুলোও সেজেছে ফুটবলীয় সাজে।
4_1
রিওডি জেনেরিও বিশ্বের অন্যতম দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর। ফুটবলের লড়াই শেষে এ সৈকতে চলে স্রোতের সঙ্গে পর্যটকদের লড়াই।
5_1
সমুদ্রের স্রোতের সঙ্গে লড়াইয়ে যখন খানিকটা ক্লান্তি আসে তখন ফেরিওয়ালার কাছ থেকে বিয়ার ও চিপসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে কাটানো যায় আয়েসী সময়।
8_1_
দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা বোয়া বায়াজেম সৈকতের শহর উত্তরপূর্ব ব্রাজিলের রেসিফে। ফুটবল লড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে রেসিফেও।
9_1
উত্তরপূর্ব ব্রাজিলের সমুদ্র তীরবর্তী শহর ফোর্তোলেজা। সৈকতের কারণেই শহরটি ফুটবলের লড়াইয়ের ‍আয়োজক হতে পেরেছে!
11_1
নাতালে রয়েছে বালির সৈকত, এখানকার পর্যটকরা চলাচল করেন উটে!
12_1
ফ্লোরিয়ানফলিসে রয়েছে বালির মরুভূমি। এখানে লোকজন চাইলে বালির ওপরই বিশেষভাবে স্কেটিং খেলতে পারে।
13_1
গুয়াচু জলপ্রপাত, ইউনেসকো ঘোষিত বিশ্বঐতিহ্যের মধ্যে অন্যতম এবং এটা বিশ্বের অন্যতম দর্শনীয় জলপ্রপাত। এটি আর্জেন্টিনা সীমান্ত এলাকায় অবস্থিত।
14_1
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যর এ শহর সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটাচ্ছে এখন।
15_1_
স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত ব্রাসিলিয়া।
6_1
ব্রাজিলের অন্য শহরগুলোর সৌন্দর্যও কম নয়। লাল ইটের বাড়িগুলো সবার নজর কাড়বেই।
17_1
বিশ্বকাপের আয়োজক শহরগুলোর মধ্যে অন্যতম মানাউসও সেরা সময় কাটাচ্ছে এখন।
18_1
অ্যামাজন নদীর পাশে গড়ে উঠেছে ছোট ছোট ঘর। ফুটবলপ্রেমী পর্যটকদের পা কি পড়ে ওখানে?
19_1
ব্রাজিলের অন্যতম বড় শহর সাও পাওলো। এখানে রয়েছে অনেক উন্নতমানের রেস্তোরাঁ। এটাকে ব্রাজিলের অঘোষিত রাজধানী বলা হয়।
20_1
সাও পাওলো শহরে রয়েছে জাপানি কমিউনিটি এবং তারা তাদের নিজস্ব সংস্কৃতিতে সাজিয়েছে এখানকার সবকিছু।
21_1
ব্রাজিলকে বলা হয় সাম্বার দেশ। প্রতিবছরই বিশ্ববিখ্যাত এ উৎসব পালিত হয় দেশটিতে। সাম্বা নৃত্যই নজর কাড়ে এখানকার পর্যটকদের।
22_1
উৎসবে রঙিন এখন স্যালভেদর শহরও।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, জুন ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।