ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ফিচার

অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি কর্কটের, প্রেমে জটিলতা তুলার

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৪, জুন ২৪, ২০১৪
অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি কর্কটের,  প্রেমে জটিলতা তুলার

আজ কেমন যাবে
তারিখ: ২৪/৬/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। তবে উন্নতির সঙ্গে মানসিক চাপও বাড়বে।

স্ত্রীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। লক্ষ্যচ্যুত না হলে কর্মক্ষেত্রে সম্মান বজায় থাকবে। নিয়মের মধ্যে থেকেই পাওনা পেয়ে যাবেন। সন্ধ্যের পর পরিস্থিতি শুভ।

টোটকা: কিছুটা কলাই, কয়েকটি শুকনো লঙ্কা, তিনটি জবা ফুল একটি লাল কাপড়ে জড়িয়ে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন। সূর্য ডোবার পর সেটিকে জলে ভাসান।


বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
প্রেম সম্পর্কে প্রাণ খুলে আপনার বক্তব্য জানান। অন্য কারো কথা শুনে প্রেমের বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। বন্ধু বিচ্ছেদের যোগ আছে। দুপুরের পর বিবাদজনিত সমস্যা মিটে যেতে পারে। সহকর্মীর আচরণে ক্ষুব্ধ না হয়ে তাকে বুঝিয়ে বলুন। ব্যবসায়ীদের জন্য শুভ খবর আসতে পারে।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।


মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
সাংসারিক ঐক্য আপনার উন্নতির অন্যতম প্রধান অনুষঙ্গ। পরিবেশ অনুকূল থাকায় আর্থিক দিকে সমস্যা হবে না। তবে বেলার দিকে অজানা কারণে আর্থিক ব্যয় হতে পারে। কেউ পরিকল্পনা করে বদনাম রটাতে পারে। কোনো ঘটনায় ভুল মন্তব্য করে সমস্যায় পড়তে পারেন।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে পদ্মফুল রাখলে উপকার পাবেন।


কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২
মতামত প্রকাশে আপনার জড়তা থাকায় কর্মক্ষেত্রে তার প্রভাব পড়বে। দুপুরের পর তথ্য প্রাপ্তির সম্ভাবনা আছে। হতে পারে অপ্রত্যাশিতভাবে অর্থ প্রাপ্তি। শুভ খবর এলে উপযুক্ত ব্যবস্থা নিন। শরীর কাহিল লাগলে সতর্ক হওয়া দরকার।

টোটকা: একটি মাটির পাত্রে কালো জিরা ও শুকনো লঙ্কা রেখে জলে ভাসিয়ে দিয়ে পিছন দিকে না ফিরে চলে আসুন।


সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬
পুরনো বন্ধুর সাহায্যে প্রেমের দরজা খুলতে পারে। তবে কাজ নিয়ে দুশ্চিন্তা লেগেই থাকবে। দুপুরের পর শুভ পরিবর্তন দেখা দেবে। পরিবারের সবাইকে কাছে পাবেন। কাজের অভিজ্ঞতা বাড়বে। অর্থসমস্যা নেই।

টোটকা: দারুচিনি, মধু ও ঘি একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।


কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ৫
আপনি লক্ষ্যের দিকে খুব দ্রুত এগোতে চাইলে আদতে লক্ষ্যের কাছে পৌঁছুতে বেশি সময় লাগবে। গুপ্ত শত্রুতা থেকে সতর্ক থাকুন। আর্থিক সমস্যা আছে। দুপুরের পর থেকে প্রতিকূলতা কমতে পারে। কোনো বিষয় নিয়ে হয়রানির শিকার হতে পারেন।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু সদর দরজার বাইরে রাখুন।


তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং বেগুনি,  শুভ সংখ্যা : ৯
প্রেম নিয়ে জটিলভাবে ভাববেন না। প্রেমের জন্য অতিরিক্ত চিন্তা না করে নিজের বর্তমান পরিস্থিতির উন্নতির দিকে নজর দিন। প্রেম আপনার জীবনে আসবে তার নিজের সময়ে, তার আগে নয়। কোনো অসহায় মানুষকে ইচ্ছা থাকলেও সাহায্য করতে পারবেন না। দিনের শেষ অংশ কিছুটা বাধাবহুল।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।


বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : হলুদ,  শুভ সংখ্যা : ৬
কাজের মান নিয়ে আপনার মনে বিভিন্ন প্রশ্ন থাকবে। ব্যস্ততার মধ্যে কাজ শেষ করতে হবে। নিয়মের বাইরে কোনো তোষামোদে ভুলবেন না। অর্থলাভ হতে পারে। সহকর্মীদের সহায়তায় বকেয়া কাজ সুসম্পন্ন হতে পারে। পদোন্নতিও অসম্ভব নয়।

টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।



ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা,  শুভ সংখ্যা : ১৯
ব্যবসা নিয়ে সমস্যা পরিবারে প্রভাব বিস্তার করবে। পারিবারিক কারণে মনঃক্ষুণ্ণ হতে পারেন। কাজের পরিকল্পনা বদল করতে হতে পারে। শরীর খারাপ হতে পারে, নজর রাখুন। সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে।

টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।


মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২
দিনের শুরু হবে খুবই আনন্দের মধ্যদিয়ে। তবে রাতে অশুভ পরিবর্তনের যোগ আছে। মনে অসন্তোষ থাকায় কাজে ভুল হতে পারে। আপনার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠতে পারে। কর্মক্ষেত্রে বাধার ফলে কাজের অগ্রগতিতে কিছুটা সমস্যা হতে পারে।
 
টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।


কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১০
সফলতার জন্য আপনাকে যথেষ্ট লড়াই করতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার সমস্ত ক্ষমতার ব্যবহার না করছেন ততক্ষণ সফলতা আসবে না। প্রতিবেশী কাউকে সহায়তা করবেন। প্রয়োজন নেই এমন কাজে অর্থ ব্যয় হতে পারে।

টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধুপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।


মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : আকাশি,  শুভ সংখ্যা : ১১
প্রেম নিয়ে তুচ্ছ কারণে ভুল বোঝাবুঝি হবে। সমস্যা সমাধান হবে কোনো বন্ধুর মাধ্যমে। তবে বন্ধুদের মধ্যে কোনো বিশেষ কারণে দূরত্ব বেড়ে যাবে। নিজের কাজের বিষয়ে সফল হবেন।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া এমনভাবে রাখুন যাতে সকালে উঠেই তাতে চোখ পড়ে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।