ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ফিচার

প্রেমে ভেবে সিদ্ধান্ত নিন কুম্ভ,প্রেমের দরজা খুলবে সিংহের

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, জুন ২৩, ২০১৪
প্রেমে ভেবে সিদ্ধান্ত নিন কুম্ভ,প্রেমের দরজা খুলবে সিংহের

আজ কেমন যাবে
তারিখ: ২৩/৬/২০১৪


মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২১

অন্য কেউ এগিয়ে যাচ্ছে বলে আপসোস করে সময় নষ্ট করবেন না। পরিবেশ অনুকূল থাকবে।

নিজের কাজ নষ্ট করে অন্যকে সাহায্য করতে এগিয়ে যেতে হতে পারে। অর্থনৈতিক কারণে পারিবারিক সমস্যা ও অবসাদ আসতে পারে।

টোটকা: পাঁচটি সিম বীজ একটি হলুদ কাপড়ে বেঁধে মাটির পাত্রে বিছানার তলায় রেখে দিন।
 
বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৬
নিজের উন্নতির পরিকল্পনা নিয়ে চিন্তা করুন। ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা আসবে। কাছের কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক বিষয় নিয়ে ঝামেলা হতে পারে। ন্যায্য পাওনা নিয়ে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। দিনটি কাটবে সংগ্রামের মধ্যে।

টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল ও কয়েকটি দুর্বাঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
নিজের সুবিধার জন্য এমন কিছু করবেন না যার ফলে অন্যের ক্ষতি হয়। দিনের শুরুতে কিছু সমস্যা হতে পারে। তবে দুপুরের পর শুভ পরিবর্তন। কোথাও গিয়ে তেমন লাভ হবে না। সন্তানের চিন্তায় উত্তেজিত হবেন না। ভাবনা ও কথার মধ্যে মিল না থাকায় সমস্যা তৈরি হবে। রাতের দিকে সমাধানের ইঙ্গিত পাবেন। বাড়ির সমস্যা বুদ্ধি দিয়ে সমাধান করুন।

টোটকা: একটি নিম পাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে জলে ফেলে দিন।
 
কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৬
সমস্যার সংখ্যা বাড়ায় মন কিছুটা অস্থির থাকবে। বেলার দিকে শুভ পরিবর্তন ও অর্থলাভ হতে পারে। পরিবারের সঙ্গে মতানৈক্য হলেও জটিল অবস্থার সৃষ্টি হবে না। কর্মস্থলে বাক্য প্রয়োগে সতর্ক থাকুন।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা :  ১১
প্রেমের বন্ধ দরজা খুলে যেতে পারে। তবে পারিবারিক ক্ষেত্রে দুপুরের সময়টা ভালো নয়। শারীরিক অসুবিধা হতে পারে। রাতের দিকে স্বস্তি ফিরে পাবেন। বিকেলে কোনো শুভ খবর আসতে পারে। আজকের দিনে নতুন উদ্যোগ শুরু করা মুশকিল।

টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বেগুনি,  শুভ সংখ্যা : ২
বাধা আসবে; আসবে গুপ্ত শত্রুদের চক্রান্তের খবর। কিন্তু আপনার উদ্যমী মনোভাব আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অনাত্মীয় কেউ সাহায্য করবে। কোনো কারণে মনে ভীতি জাগতে পারে। বন্ধুকে নিয়ে বিশেষ সংশয় জাগতে পারে।

টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৭
প্রেম নিয়ে দিনটি থাকবে  সমস্যা বহুল। পুরো তথ্য না জানার ফলে ভুল বোঝার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে পদস্থ ব্যক্তির আদেশ যথাযথভাবে পালনের চেষ্টা করুন। মানসিক কষ্ট পেলেও বাইরে প্রকাশ করতে পারবেন না। ঝুঁকি নিয়ে বিনিয়োগ করবেন না।

টোটকা: জলে নিমপাতা ও কালোজিরা রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
কর্মক্ষেত্রে আপনার যোগ্যতার জয়গান হবে। আজ আপনাকে কাউকে তোষামোদ করার প্রয়োজন নেই। তবে স্পষ্ট বক্তা হলে দরকারি কাজে সাফল্য এবং অর্থ নষ্ট হতে পারে। দিনের শেষে সম্মানজনক স্বীকৃতি পাবেন।

টোটকা: একটি পাত্রে জলের মধ্যে কলাই, ধান, তিল,  ভিজিয়ে রান্না ঘরে রাখুন ।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭
প্রেম প্রকাশের ক্ষেত্রে আপনি বারবার দ্বিধায় পরতে পারেন। সহকর্মীদের দ্বারা গুরুত্বপূর্ণ কাজ করে ফেলবেন। গুপ্ত বাধার যোগ আছে। দাম্পত্য জীবনে অন্যের কটূ মন্তব্য প্রভাব ফেলতে পারে। তবে দিনটি বিদ্যার্থীদের জন্য শুভ।

টোটকা: শোবার ঘরে সাদাও নীল ফুলের তোড়া রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬
ব্যবসার উন্নতি হবে, সামাজিক পরিচিতি বাড়বে, আসবে সফলতা। অন্যদিকে পুরনো শত্রুরা জেগে উঠবে। আজকের দিনে ভাগ্য আপনার সহায় থাকায় আপনাকে পরাস্ত করা যাবে না। ব্যবসায় স্বল্প লাভ। সতর্ক থাকুন, ভুল সিদ্ধান্ত নিয়ে কাজে দেরি হতে পারে।

টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
প্রেমের প্রস্তাব এলে তাকে জীবনের নীতিবোধের পরিপ্রেক্ষিতে বিচার করে সিদ্ধান্ত নিন। আজকের দিনে কেউ আপনাকে অর্থ দিতে চাইলে বিবেচনা করে রাজি হবেন। শত্রুপক্ষ সক্রিয় হতে পারে। ভ্রমণযোগ আছে।

টোটকা: জলে তিনটি পান পাতা রেখে রান্না ঘরে রেখে দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
আর্থিক ঝুঁকি আছে এমন কাজে যাবেন না। আগের আর্থিক ক্ষতি মেটাতে অতিরিক্ত ঝুঁকি কখনই নেবেন না। পরিবেশ আপনার কিছুটা বিরুদ্ধে থাকবে। সহকর্মীর দ্বারা সমস্যা সমাধান হতে পারে। রাতের দিকে কিছু অর্থ পেয়ে যেতে পারেন।

টোটকা: একটি পাত্রে  চাল, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।