ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ফিচার

লেক যখন তিলককাটা

আসিফ আজিজ, সিনিয়র নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৮, জুন ২২, ২০১৪
লেক যখন তিলককাটা

লেক বলতেই আমরা বুঝি পানির অবাধ জলাধারকে। কিন্তু ব্রিটিশ কলম্বিয়া কানাডার ওসোয়ওস শহরের কাছে রয়েছে বর্ণিল ছোপ ছোপ চেহারার ভিন্নধর্মী একটি লেক, প্রচলিত লেক থেকে যা আলাদা।

তবে বছরের একটি নির্দিষ্ট সময়েই কেবল এটা দেখা যায়।

গ্রীষ্মে যখন লেকের পানি কমে যায় তখন লেকজুড়ে তৈরি হয় ছোট ছোট স্বচ্ছ জলাধার। দূর থেকে মনে হয় ছবির মতো। মনে হয় প্রত্যেকটি আলাদা ছোট্ট হ্রদ। প্রকৃতি যেন কোনো রং দিয়ে সাজিয়েছে লেকটিকে।

এই অদ্ভুত সংগঠন ঘটে লেকের পানির উচ্চমাত্রার ম্যাগনেসিয়াম সালফেটসহ মিনারেল কম্পোজিশন, ক্যালসিয়াম এবং সোডিয়াম সালফেটের জন্য।

পানি যখন শুকিয়ে যায় তখন পানিতে মিনারেলের উপস্থিতি বিবেচনায় সাদা, উজ্জ্বল হলুদ, সবুজ অথবা নীল রং দেখা যায়। এসময় হাঁটা যায় লেকজুড়ে পানির ফাঁকে ফাঁকে।

স্থানীয় আদিবাসীদের কাছে এই লেক রহস্যময়। তারা এর প্রতিটি আলাদা আলাদা ‘দাগ’ বা রং চিহ্নিত গোলাকার ছোপ চিকিৎসায় টোটকা হিসেবে ব্যবহার করে।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।