ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

ফিচার

লোভ নিয়ন্ত্রণ করুন মেষ, প্রেম নিয়ে বিরোধ মিথুনের

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, জুন ২২, ২০১৪
লোভ নিয়ন্ত্রণ করুন মেষ, প্রেম নিয়ে বিরোধ মিথুনের

আজ কেমন যাবে
তারিখ: ২২/০৬/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
ধৈর্য সফলতার অন্যতম প্রমাণিত পথ। খুব সহজে লাভ হতে পারে এমন প্রস্তাবে রাজি হবেন না।

লোভ নিয়ন্ত্রণ করুন। কোনো আত্মীয় আপনার ব্যবসায়িক বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করবে। সামাজিক পরিচিতির মাধ্যমে আর্থিক উন্নতির যোগ আছে। বাইরের প্ররোচণায় পরিবারের অন্দরে সমস্যা হতে পারে।
 
টোটকা: কাজের জায়গায় একটি গোলাকৃতির স্ফটিক রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
পারিবারিক বিষয়ে আপনার মতামত নিয়ে বিতর্ক বাধবে। কিন্তু পারিবারিক সমস্যার সমাধান করতে হবে আপনাকেই। ব্যবসার রাশ নিজের হাতে নেওয়ার চেষ্টা করুন। ব্যবসায় আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ আছে। দাম্পত্য জীবন কিছুটা অস্থির থাকবে। তবে মন স্থির রাখতে পারলে সমস্যা সমাধানের দিকে এগোতে পারবেন।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৭
কাজের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে কাজের পরিবেশে বাড়বে উত্তেজনা। পরিবারে প্রেম নিয়ে হতে পারে মতবিরোধ। জাতকদের অর্থকরী বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে বিতর্ক হতে পারে। মানসিক চাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করুন। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা। শুভ কাজে আজকের দিনে হাত না দেওয়াই ভালো। তবে আজ যাদের জন্মদিন তাদের জন্য দিনটি শুভ।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২
ব্যবসায় সফলতা পাওয়ার আশা আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কোনো নতুন ব্যবসার সুযোগ আসবে। কর্মক্ষেত্রে অর্থনৈতিক লাভের সম্ভাবনা আছে। নিজের অজান্তেই ধার্মিক বিষয়ের সঙ্গে যুক্ত হয়ে মনে শান্তি অনুভব করবেন।

টোটকা: বাড়িতে একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮
কর্মক্ষেত্রে  আপনার নেওয়া নতুন পদক্ষেপগুলি নিয়ে ভিন্নমত প্রকাশ হতে পারে। সামাজিক ক্ষেত্রে ব্যক্তিগত আক্রমণের সম্ভাবনা আছে। পরিবারকে  নিয়ে চিন্তার উৎপত্তি হতে পারে। দিনের শেষভাগে সফলতার যোগ আছে।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ৪
প্রায় সফল হতে চলা কাজে বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে চোখ-কান খোলা রাখুন। কর্মক্ষেত্র ও পরিবারকে সমান গুরুত্ব দিতে গিয়ে সমস্যার শিকার হতে পারেন। গোপন শত্রুতার যোগ দেখা যাচ্ছে।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ ,  শুভ সংখ্যা: ৯
আপনার কোনো পরিচিত সামনে থেকে আপনাকে সাহায্যের কথা বললেও পিছনে আপনার ক্ষতির চেষ্টা করতে পারে। যৌথ ব্যবসার ক্ষেত্রে মতবিরোধ সামনে আসতে পারেন। নতুন সম্পর্ক তৈরির ক্ষেত্রে সর্তক থাকুন। যথেষ্ট পরিমাণ সতর্ক হয়ে সুযোগ গ্রহণ করুন।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।
 
বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল,  শুভ সংখ্যা : ৬
পরিকল্পনা, আত্মবিশ্বাস ও ব্যর্থতা আপনার আগামী সফলতার তিনটি সিঁড়ি হিসেবে কাজ করবে। কোনো নতুন পরিকল্পনা আপনার সফলতার রাস্তা তৈরি করতে পারে। আর্থিক বিনিয়োগে লাভবান হওয়ার যোগ। নতুন যোগাযোগ হতে পারে। আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ বাড়তে পারে।

টোটকা: দারুচিনি ও মধু সকালে গ্রহণ করুন।
 
ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৯
আইনি সমস্যায় জড়াতে পারেন। কর্মক্ষেত্রে কোনো কোনো বিষয়ের প্রতিবাদ করতে হতে পারে। এই নিয়ে সহকর্মীদের সঙ্গে বিরোধ বাঁধতে পারে। এই ঘটনার পর কর্মক্ষেত্রে চক্রান্তের শিকার হতে পারেন। কর্মক্ষেত্রে যে কোনো কাজ করার আগে যথেষ্ট সজাগ হোন।

টোটকা: একটি পাত্রে জলে যব এবং চাল ভিজিয়ে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
আজ পাওনা টাকা ফেরত পাওয়ার যোগ আছে। তবে টাকা পাবেন ভাগে ভাগে। কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে ঠিক শেষ মুহূর্তে। আজকের দিনে ধৈর্য না হারালে আপনার লাভের সম্ভাবনা আছে।   সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।

টোটকা:  জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরের দক্ষিণ কোণে রেখে দিন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
সততার জন্য আপনি সুনাম লাভ করবেন। পারিবারিক উৎসবে শামিল হওয়ার যোগ দেখা যাচ্ছে। ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত আজকের দিনে না নিয়ে আরও কিছুটা সময় নিয়ে চিন্তা ভাবনা করুন। অতিরিক্ত চিন্তার ফলে মানসিক চাপ বাড়তে পারে।

টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ৪
সামাজিক যোগাযোগ আপনার জীবনে সুপ্রভাব ফেলবে। ব্যস্ততার মধ্যেও কর্মক্ষেত্রে গুরুদায়িত্ব সফলভাবে পালনের জন্য অভিনন্দিত হবেন। যোগাযোগের ফলে জীবনে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে বাড়তি খরচের সম্ভাবনা তীব্র।

টোটকা: ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।