আজ কেমন যাবে
তারিখ: ২১/৬/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং :সাদা, শুভ সংখ্যা : ২১
চেষ্টা করেও প্রতিশ্রুতি রাখতে পারবেন না। কোনো বন্ধুর কথা শুনে চলতে যাবেন না।
টোটকা: একটি সুপারি, একটি তেঁতুল এবং মরিচের সঙ্গে বাড়ির উত্তর দিকে কিছুটা মাটি খুঁড়ে পুঁতে দিন।

কর্মজীবনে কিছুটা সমঝোতা করে চলার চেষ্টা করুন। রাশিচক্রের কিছু সমস্যা থাকায় ন্যায্য পাওনা নাও পেতে পারেন। কোনো পদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন। ঘরে-বাইরে অনুকূল পরিবেশ থাকায় কাজের শুভ ফল পাবেন। আজকের দিনে ব্যয় করেও সঞ্চয় করতে পারবেন।
টোটকা: একটি পাত্রে পানিতে যব ও কালো জিরা ভিজিয়ে বিছানার নীচে সারা রাত রাখুন।

অসম লড়াইতেও জয়ী হবেন। শত্রুপক্ষ চেষ্টা করেও আপনার ক্ষতি করতে পারবে না। বেলার দিকে দুশ্চিন্তা বাড়তে পারে। ধৈর্য বজায় রাখলে আর্থিক ক্ষতি হবে না। দিনের শেষ অংশ সম্মানজনক এবং আর্থিক লাভের যোগ আছে।
টোটকা: একটি পাকা তেঁতুলে কাচা হলুদ, দই এবং সিঁদুরের টিপ দিয়ে বাড়ির পূর্ব দিকে মাটিতে পুঁতে দিন।

শুভ যোগাযোগ ব্যবসায় কার্যকরী পরিবর্তন এনে দিতে পারে। আত্মীয়-স্বজনের মধ্যে আপনার গুন প্রাধান্য পাবে। সন্তানের বিষয়ে শুভ খবর আসতে পারে। সন্ধ্যার পর শুভ খবর এলে নিশ্চিন্তে সিদ্ধান্ত বদল করুন।
টোটকা: কিছুটা দই, কিছুটা গম এবং একটি আদার টুকরো একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে পশ্চিম দিকে সূর্য ডোবার আগে পর্যন্ত রাখুন।

ব্যবসায় অন্যের উপর ভরসা না করে নিজে ব্যবসা দেখাশোনা করুন। অভিজ্ঞ কারো মতামত নিয়ে এগোলে ব্যবসায় আর্থিক ক্ষতি এড়াতে পারবেন। পারিবারিক সমস্যায় অর্থব্যয় হবে। সন্ধ্যের পর শত্রুপক্ষ মাথাচাড়া দিয়ে উঠবে। তবে ভয় না পেলে ক্ষতির সম্ভাবনা নেই।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা চিনি, একটি পান, কিছুটা সরষে এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রাখুন।

আপনি যুক্তি দিয়ে আপনার কথা বোঝাতে পারবেন। তবে সফলতার জন্য বেশ কিছুটা অপেক্ষা করতে হবে। পরিশ্রম হলেও কাজে তেমন বাধা নেই। রাতে অপ্রত্যাশিত ফল লাভের সম্ভাবনা আছে। আশানুরূপ যোগাযোগের সম্ভাবনা দেখা যাচ্ছে।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

মনে উৎসাহ কিছুটা কম থাকায় কাজে বাধা আসবে। পরিবারে গোলমালের সম্ভাবনা। আয়–ব্যয়ের সমতা রক্ষা করা কঠিন। কাজ-কর্মের চাপে বিশ্রামের সুযোগ পাবেন না। সন্ধ্যায় জটিলতা থেকে মুক্তি মিলতে পারে। মনে রাখবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় কারো অতিরিক্ত আশার কথায় প্রভাবিত হবেন না।
টোটকা: একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকে রেখে দিন।

কর্মস্থলে শুভযোগ দেখা যাচ্ছে। পরিবারের সঙ্গে সম্পর্ক শুভ ও সুখের হবে। তবে বেলার দিকে অশুভ পরিবর্তনের যোগ আছে। দিনটি ব্যবসায়ীদের পক্ষে ততটা শুভ নয়। সন্ধ্যার পর সমস্যা বাড়তে পারে। সন্তানকে নিয়ে নতুন কিছু সমস্যা দেখা দিতে পারে।
টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গল ঘটে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস ও কিছুটা সাদা ফুল ডাবের জলে ভিজিয়ে রাখুন।

জনপ্রিয়তা আপনার সফলতার অস্ত্র হিসেবে কাজ করবে। আর্থিক হিসাব ও লেনদেন নিয়ে সতর্ক থাকুন। রাতের দিকে যেকোনো বিতর্কিত কথা উপেক্ষা করাই শ্রেয়। আজকের দিনটিতে ধীরে চলাফেরা করবেন।
টোটকা: সাদা পোশাক ব্যবহার করুন। একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন।

একবার অসফল হলে হাল ছাড়বেন না। আজকের দিনে সফলতা আসবে, তবে কিছুটা দেরিতে। নতুন পদ্ধতিতে কাজে অগ্রগতি হবে। কেউ সমস্যার সৃষ্টি করলে আজ তার উচিত জবাব দিতে পারবেন। অপ্রত্যাশিতভাবে যথাযথ সুযোগ আসতে পারে। অপছন্দের ব্যক্তির ভুল দেখিয়ে দিতে পারবেন।
টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন।

একসঙ্গে সমস্ত কাজ না করে ধাপে ধাপে কাজগুলি সম্পন্ন করুন। খরচের মাত্রা বাড়তে পারে। কর্মক্ষেত্রে পরিবেশ বুঝে কথা বলুন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে কৌশল অবলম্বন করবেন। সন্ধ্যের পর বাইরের প্রভাব থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে চেষ্টা করুন।
টোটকা: একটি হলুদ কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

কর্মক্ষেত্রে কাজের গতি থাকবে মিশ্র। গোটা দিন ভালো-মন্দ মিশিয়েই কাটবে। পরিচিত কাউকে শাসন করে আয়ত্তে আনতে হবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে বেগ পেতে হবে। পারিবারিক কারণে খুশি থাকবেন।
টোটকা: তৃণভোজী প্রাণীদের খাদ্য দান করুন। পাখিকে শস্য দান আপনার জন্য অতি শুভ।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২০, ২০১৪