প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, ব্রাজিল জাতীয় দলের সমর্থনে ব্রাজিলীয়রা দেশের বিভিন্ন পাড়ায়, মহল্লায় রাস্তা সাজায় আলপনা ও অন্যান্য সজ্জায়। এ ছবিতে এক ব্যক্তি ব্রাসিলিয়ার রাস্তা সাজাচ্ছেন।

প্রথা অনুযায়ী স্থানীয়দের মধ্যে সবচেয়ে সৃষ্টিশীল ডিজাইন নিয়ে প্রতিযোগিতাও চলে। এই ছবিতে দেখা যাচ্ছে নাটালের হুয়া ক্যাফে ফিল্হোতে বিশ্বকাপের ট্রফির ওপরে ঝলমল করছে রঙিন কাগজের ঝালরের সাজ।

নাটালের হুয়া সাও পাওলোতে ব্রাজিলের জাতীয় পতাকার সঙ্গে রঙ মিলিয়ে রাস্তা সাজানো হয়েছে সবুজ, সোনালি আর নীল রঙের ঝালরে।

যারা এই চিত্রকর্মে জড়িত তাদের আঁকার জন্য জনপ্রিয় বিষয়বস্তু হলেন এই টুর্নামেন্টের 'মাঠ-কাঁপানো' খেলোয়াড়রা। ব্রাসিলিয়া শহরে সেইলান্দিয়া এলাকায় ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারের ছবিতে শেষ মুহূর্তের রংতুলির পোঁচ চলছে।

রিও ডি জেনিরোর হুয়া তাভারেজ বাস্তোস্ এলাকার এক দেওয়াল জুড়ে আঁকা হয়েছে বিশ্বকাপের অন্যান্য তারকাদের ছবি, যাদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের ওয়েন রুনি, ক্যামেরুনের স্যামুয়েল ইতো, আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার, পর্তুগালের রোনাল্দো এবং উরুগুয়ের লুইস সুয়ারেজ ।

মানোউসের অ্যারেনা আমাজোনিয়া স্টেডিয়ামের বাইরে এক ব্যক্তি বিশ্বকাপে অংশগ্রহণকারী অন্যান্য দেশের পতাকার ছবি আঁকছেন। এই স্টেডিয়ামেই ইটালি ও ইংল্যান্ডের মধ্যে গ্রুপ পর্যায়ের একটি খেলা অনুষ্ঠিত হয়েছে।

এক মাসব্যাপী বিশ্বকাপ টুর্নামেন্টে প্রতিযোগিতা করছে ৩২টি দেশ। ট্রফি জয়ের লক্ষ্যে চূড়ান্ত লড়াই হবে ১৩ জুলাই রোববার রিওর স্টেডিয়ামে। পোর্তো সেগুরোর রাস্তাঘাট ছেয়ে গেছে জাতীয় পতাকার চাঁদোয়ায়। নিচ দিয়ে চলছেন পথচারী ও সাইকেল আরোহীরা।

২০১৪-র বিশ্বকাপ শুরু হয়েছে ১২ই জুন ব্রাজিল ও ক্রোয়েশিয়ার খেলা দিয়ে। এই উদ্বোধনী ম্যাচের আগে সাও পাওলোতে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ অনুষ্ঠান যাতে প্রকৃতি, মানুষ ও ফুটবলের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সাও পাওলোর হুয়া পাদ্রে অগস্তিনো পনসে এলাকা
সৌজন্যে: বিবিসি বাংলা
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, জুন ১৮, ২০১৪