আজ কেমন যাবে
তারিখ- ১৭/৬/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
সফলতা না এলেও হতাশ হবেন না। অংশীদারি ব্যবসায় সতর্ক হোন।
টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন

শুভশক্তি চালিত হওয়ার ফলে সাফল্য আসবে। সকালের দিকে ঘটতে পারে কোনো অসন্তোষের কারণ। কিন্তু তা নিয়ন্ত্রণের বাইরে যাবে না। তৎপর না হলে সুযোগ হাতছাড়া হতে পারে। মাতৃস্থানীয়ার সঙ্গে বিতর্কের সম্ভাবনা আছে। বিদ্যার্থীদের পক্ষে আরও ধৈর্যশীল হতে হবে।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

কর্মসূত্রে বেশ কিছুটা ঘোরাঘুরির সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে আসতে পারে কিছু সমস্যা। পরিবারে কাউকে বিশ্বাস করে হতাশ হওয়ার সম্ভাবনা আছে। গৃহগত কারণে আপনার মানসিক যন্ত্রণা হতে পারে।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

প্রাথমিকভাবে আপনার মতামত গুরুত্ব দেওয়া হলেও কাজের সময় অন্যমতের প্রাধান্য বাড়বে। সকালের দিকে পরিস্থিতি অনুকূলে থাকায় কাজগুলি সেরে ফেলুন। সন্ধ্যের পর কাজজনিত সমস্যায় জেরবার হবেন। বিকেলে অন্যের উপর নির্ভর না করে নিজের সিদ্ধান্তে অবিচল থাকুন।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন।

একটু চেষ্টা করলেই মনমতো পরিবেশ ফিরে পাবেন। হিসাব-নিকাশ ভুল হয়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কাজ ধীরে অগ্রগতি হবে। বেলায় শত্রুর সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নিতে পারবেন। নতুন পরিবর্তন ও অর্থ আগমনের সম্ভাবনা আছে। সন্ধ্যার পর ভালো-মন্দ দুই রকম পরিবেশেই মানিয়ে নিতে হবে।
টোটকা: তুলসী পাতা মিশ্রিত জলে গোসল করুন।

নেতিবাচক শক্তি হতাশার জন্ম দিতে পারে। মনকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখুন। সন্তানের ব্যাপারে মনকে শক্ত রাখুন। দুপুরের পর বিনিয়োগে যাবেন না। রাতের পর শুভ পরিবর্তন। রাতের দিকে আর্থিক পাওনা পেয়ে যেতে পারেন। শুভ পরিবর্তনের ফলে কর্মে সফলতা লাভ হতে পারে।
টোটকা: একটি পাত্রে পানিতে জব, চাল ভিজিয়ে রাখুন।

সরল সাদাসিধে চেহারার পিছনে লুকিয়ে থাকতে পারে আপনার শত্রু। বন্ধুর সাহায্য নিয়ে শত্রুকে নিয়ন্ত্রণ করতে পারবেন। পরিবার নিয়ে কিছু সমস্যা থাকলেও শান্তি বজায় থাকবে। সন্ধ্যার পর থেকে ঝুঁকি না নেওয়াই ভালো।
টোটকা: যে কোনো পশুকে খাবার দিন।

কর্মতৎপরতা বাড়বে। তবে বিশেষ কাজে বিলম্ব হতে পারে। দুপুরের পর বিশেষ যোগাযোগ ও অর্থলাভ। কাজের জায়গায় কিছু অদলবদল হতে পারে। সুযোগের সদ্ব্যবহার করুন। ভ্রমণযোগ আছে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

বুদ্ধি প্রয়োগে কর্মক্ষেত্র আয়ত্তে রাখতে সক্ষম হবেন। উত্তেজনায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। শত্রুদের বুঝিয়ে দিতে পারবেন যে আপনি তাদের পরিকল্পনা বুঝতে পেরেছেন।
টোটকা: জলে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

দীর্ঘ সময় ধরে চেষ্টা করার পরে সফলতার ইঙ্গিত পাবেন। পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পরিবারের সহায়তা পাবেন। দুপুরের পর প্রতিপক্ষ গোলমাল করতে পারে। জটিলতার আবর্তের সৃষ্টি হতে পারে। তবে চট করে আত্মীয় বা বন্ধুর সাহায্য নিতে যাবেন না।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। পরিবেশ শুভ থাকায় কাজে অগ্রগতি হবে। আয়-ব্যয়ের বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিন। গুণগ্রাহীরা আপনার কিছুটা সময় পেতে চাইবে। এমন জায়গা থেকে বাধা আসতে পারে যা আপনাকে সহ্য করে চলতে হবে।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

আজ নিরাশার মধ্যে পাবেন আলোর সন্ধান। বাধা উপেক্ষা করে কর্মক্ষেত্রে নিজের প্রভাব বজায় রাখবেন। বেলার দিকে স্বল্প প্রাপ্তি হবে। দুপরের পর জটিলতা কমতে থাকবে। বলিষ্ঠ মানসিকতার জন্য কেউ শত্রুতা করতে সাহস পাবে না।
টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ১৭, ২০১৪