আজ কেমন যাবে
তারিখ: ১৬/৬/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬
দিনটি অত্যন্ত হিসাব কষে চলুন। ঋণ হতে দেবেন না।
টোটকা: দক্ষিণ হাতের কব্জিতে পাঁচটি কুশ লাল সুতোয় বেঁধে পরুন। সূর্য ডোবার পর সেটিকে জলে ভাসিয়ে দিন। বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯
পারিবারিক বিবাদ আয়ত্তে আনবেন। সন্তানের পড়াশুনা নিয়ে চিন্তার কারণ নেই। কর্মক্ষেত্রে ধৈর্যশীল হওয়া দরকার। আপনার পরিশ্রমী ও সাহসী মনোভাব দেখে সহকর্মীরা সমঝোতা করে চলবে।
টোটকা: জলে পাঁচটি পানপাতা রেখে বসার ঘরে উত্তর কোণে রেখে দিন। মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে বিশেষ প্রাপ্তি হতে পারে। যারা সঙ্গীত জগতে যুক্ত তাদের কাছে নতুন সুযোগ আসতে পারে। আগের বকেয়া টাকা অপ্রত্যাশিতভাবে পেয়ে যাবেন। মাতৃস্থানীয়া কেউ আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন।
টোটকা: কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন। কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :৭
আপনাকে কেউ কিছু না বললেও মনে অকারণে একটা ভীতি থাকবে। প্রতিবেশীরা যে পরামর্শ দেবে তা ভেবেচিন্তে গ্রহণ করুন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও কোনো আর্থিক বাধা নেই।
টোটকা: একটি কাঁচা হলুদ লাল সুতোয় জড়িয়ে নিজের কাছে রাখুন। সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২
অগ্রজসম কেউ আপনার সাফল্যের দিক নির্দেশ করতে পারে। উত্তর দিকে যাওয়ার ফলে সাফল্য আসতে পারে। দক্ষতার সঙ্গে কর্মক্ষেত্রে স্থায়ী বিশ্বাস এনে ফেলবেন। আয় বাড়বে। সন্তানকে নিয়ে চিন্তা থাকবে।
টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর তেল ও সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন। কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯
বুদ্ধি প্রয়োগে খ্যাতি বাড়তে থাকবে। তবে নজর রাখতে হবে অর্থনৈতিক দিকে। অপব্যয় আটকানোর চেষ্টা করুন। পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা দেখা দিতে পারে। ভ্রমণযোগ আছে।
টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন। তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) শুভ রং সাদা, শুভ সংখ্যা : ২১
আপনার মনের ইচ্ছা আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না। কোন কাজটা করবেন আর কোনটা করবেন না এনিয়ে চিন্তায় থাকবেন। সিদ্ধান্তের দেরির জন্য কাজে সমস্যা হবে। কর্মক্ষেত্রে এইনিয়ে সমালোচনা হতে পারে।
টোটকা: হরিতকী এবং কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন। বৃবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৮
যে যাই বুদ্ধি দিক আপনি কর্মস্থল ছেড়ে বেরিয়ে যাবেন না। সব কিছু আপনার অনুকূল আসছে কিনা সেটা বুঝে নেওয়ার চেষ্টা করুন। পিতাস্থানীয় কেউ আপনাকে সাহায্য করবে। পরিবারে খুশির খবর আসবে।
টোটকা: অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন। ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩
কোনো ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ হবে না। আগের সমস্যা কিছুটা কমে আসবে। ব্যবসা স্থিতিশীল থাকবে। অর্থ আগমন মন্দ হবে না। এমন কারো সঙ্গে দেখা হবে যিনি আপনার জন্য সমস্যা সমাধানের চেষ্টা করবে।
টোটকা: আজকের দিনে শুধু নিরামিষ খাবার খান। মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫
একটা ঝামেলা নিষ্পত্তি না হতে হতেই আর একটা ঝামেলা হাজির হবে। কাউকে দোষারোপ করে লাভ হবে না। প্রতিটি ক্ষেত্রে সমস্যা আপনার হাতের মধ্যে থাকবে। আপনি চাইলে তার সমাধান করে পারবেন।
টোটকা: কলা পাতায় কিছুটা ভেজানো চালকে পাঁচটি ভাগে ভাগ করে, পাঁচটি সুপারি, পাঁচটি পান, পাঁচটি বাতাসা সহকারে জলাশয়ের ধারে রেখে দিন। কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬
বহুদিন ধরে আটকে আছে এমন অর্থ আজ হাতে পেয়ে যাবেন। সাংসারিক বিষয় নিয়ে আপনি উদাসীন থাকতে পারেন। সেই সুযোগ নিয়ে আপনাকে বিরক্ত করতে পারে কেউ কেউ। খরচ বাড়লেও প্রয়োজনীয় খরচ সামলে উঠতে পারবেন।
টোটকা: আজকের দিনে শুধু নিরামিষ খাবার খান। মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১১
গ্রহ সন্নিবেশ এমনি যে পুরোপুরি নিশ্চিত হতে পারবেন না। এমন একজন সহকর্মী নিয়ে কাজ করতে বাধ্য হবেন যিনি সঠিক মাত্রায় কর্মদক্ষ না হলেও যথেষ্ট কুটিল। তবে শত্রুতা হবে না।
টোটকা: নিমগাছের ছাল জলে ভিজিয়ে সেই জলে গোসল করুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ১৬, ২০১৪
ফিচার
আটকে থাকা অর্থ পাবেন কুম্ভ, অপব্যয় কমান কন্যা
জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।