ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ফিচার

পর্যাপ্ত নিরাপত্তা না থাকাই দায়ী

নাগরিক মন্তব্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, জুন ১, ২০১৪
পর্যাপ্ত নিরাপত্তা না থাকাই দায়ী

ঢাকা: প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকাকেই দায়ী করেছেন চট্টগ্রামের মোহাম্মদ আবু বক্কর।
 
রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে?’ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে মোহাম্মদ আবু বক্কর এ মন্তব্য করেন।



তিনি তার লিখিত মন্তব্যে বলেন, প্রশ্ন ফাঁস করা করা এটা এমন ঘৃণ্য কাজ যার নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। এর জন্য মূলত আমাদের প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে প্রিন্ট করা, ডেলিভারি করার ক্ষেত্রে যুগপযোগী নিরাপত্তা ব্যবস্থা না থাকাটাই দায়ী।

যার জন্য কিছু স্বার্থন্বেষী মানুষ, যাদেরকে আসলে মানুষ বলাও মুশকিল, তারা এই সুযোগ নিয়ে আমাদের কোমলমতি ভাইবোনদের জীবন বিপর্যস্ত করে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।
 
মোহাম্মদ আবু বক্কর আরো লেখেন, এর থেকে মুক্তির জন্য পদ্ধতিগত সংশোধন জরুরি। অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে হলে অবশ্যই আমাদের সকলের সদিচ্ছা, সত্যের প্রতি অটলতা, মিথ্যাচারীদের প্রতিহত করা জরুরি এবং সেইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থায় আধুনিককায়ন আবশ্যক।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।