ঢাকা: ক্রমাগত প্রশ্নফাঁস রোধে আধুনিক সরবরাহ পদ্ধতি চালুর দাবি জানালেন এইচএসসি পরীক্ষার্থী মো. রফিকুল ইসলাম।
রোববার বাংলানিউজ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে এ দাবি জানান তিনি।
রফিকুল বলেন, আমি মনে করি প্রশ্নপত্র ফাঁস রোধ করতে
প্রয়োজন আধুনিক সরবরাহ পদ্ধতি। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগুচ্ছে। কিন্তু শিক্ষাব্যবস্থা কেন প্রাচীন পদ্ধতির।
প্রশ্নপত্র পরীক্ষার দিন সকালে প্রতিটি জেলায় ইন্টারনেটের মাধ্যমে পাঠানো য়ায়, যা বোর্ড অনুমোদিত প্রিন্টারে প্রিন্ট করে ৩০ মিনিটের মধ্যে
কেন্দ্রে পৌঁছানো সম্ভব।
এ ব্যবস্থায় প্রশ্নফাঁস অনেকটায় কমে আসবে বলে মনে করেন তিনি।
দক্ষিণ কোরিয়া থেকে শামীম জাতির কাছে ক্ষমা চেয়ে শিক্ষামন্ত্রীর এখনই পদত্যাগ করা উচিত বলে মনে করেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ০১, ২০১৪