ঢাকা: প্রশ্নপত্র ফাঁস রোধে মিডিয়ার ভূমিকাও জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের এক শিপিং কর্মকর্তা।
রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে?’ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে নগরীর আগ্রবাদ এলাকার শিপিং কর্মকর্তা মোহাম্মদ বেলাল উদ্দীন এ মন্তব্য করেন।
তিনি তার লিখিত মন্তব্যে বলেন, বর্তমান সরকার পাশের হার বাড়ানোর দিকে জোর দিচ্ছে বেশি। সেটা ফাঁস করা প্রশ্নে হোক বা মেধা দিয়েই হোক! সেইদিন বেশি দূরে নয়, যেদিন সার্টিফিকেট পাওয়া শিক্ষার্থীর সংখ্যা নিয়ে হিমসিম খাবে দেশ।
“আমার মতে- একমাত্র সরকারই পারে, উচ্চ পর্যায়ে গলাবাজি বন্ধ করে দায় স্বীকার করে সংশ্লিষ্ট সবার পরামর্শক্রমে প্রশ্ন ফাঁস রোধে উপায় বের করা।
প্রয়োজনে অপেক্ষাকৃত তরুণ মন্ত্রী দিয়ে রদবদল করা যেতে পারে। ফাঁস রোধে মিডিয়ার ভূমিকাও অপরিসীম”, যোগ করেন শিপিং কর্মকর্তা মোহাম্মদ বেলাল উদ্দীন।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুন ০১, ২০১৪