ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ফিচার

প্রশ্নফাঁস রোধে শক্তিশালী মনিটরিং সেল গঠনের দাবি এমরানের

নাগরিক মন্তব্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, জুন ১, ২০১৪
প্রশ্নফাঁস রোধে শক্তিশালী মনিটরিং সেল গঠনের দাবি এমরানের

ঢাকা: প্রশ্নফাঁস রোধে শক্তিশালী মনিটরিং সেল গঠনের দাবি জানালেন চট্টগ্রাম অলংকারের এমরানুল ইসলাম।

রোববার বাংলানিউজ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ দাবি জানান।



এমরান বলেন, যে কোনো পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়া ইদানীং একটা সহজ ব্যাপার হয়ে গেছে। কাজটি যারা করছেন বা করাছেন সবাই জঘণ্য কাজ করছেন।

তিনি আরও বলেন, এ ধরনের জঘণ্য কাজ বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে কেন্দ্রীয়ভাবে একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন করতে পারে।   এ সেল যাদের নিয়ে গঠিত হতে পারে- শিক্ষা মন্ত্রাণালয়, সেনাবাহিনী, বিশিষ্ট ব্যক্তি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই সেলের তত্ত্বাবধানে জেলা পর্যায়েও একইভাবে মনিটরিং সেল গঠন করা যায়।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।